বাংলা হান্ট ডেস্ক: ২০০৯ সালে ভারত সরকার সংবিধানভুক্ত করেন শিক্ষার অধিকারকে (সকলের জন্য শিক্ষা)। এবার এক বিস্ময়কর কাণ্ড ঘটালেন অন্ধ্রপ্রদেশ সরকার। যাক কুড়িয়ে নিচ্ছে বহু সম্মান।
গত সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঘোষণা করেন, যেসব মহিলারা তাদের সন্তানদের স্কুলে পাঠান, তাদেরকে রাজ্য সরকার ১৫ হাজার টাকা ভাতা দেবে প্রতি বছর। পরের বছরের ২৬ জানুয়ারি থেকে চালু হবে এই প্রকল্প।
অন্ধ্রপ্রদেশে বেড়েই চলেছে নিরক্ষরতার হার, যা ৩৩ শতাংশে এসে দাঁড়িয়েছে এখন। যা ৬ শতাংশ বেশি দেশের গড় নিরক্ষরতার হার থেকে। অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী খুবই চিন্তিত এই বিষয়টিকে নিয়ে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দুবছরের মধ্যেই তিনি আমূল পরিবর্তন ঘটাবেন রাজ্যের শিক্ষাব্যবস্থার, উন্নতি করবে ৪০ হাজার সরকারি স্কুলের।