বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরিতে দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। গতকালই হাইকোর্টের নির্দেশে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই মতন সন্ধ্যে নাগাদ মেখলিগঞ্জ থেকে কলকাতার উদ্দ্যেশ্যে রওনাও দেন পরেশ অধিকারী। পদাতিক এক্সপ্রেসে করেই তিনি আসছিলেন কলকাতায়। কিন্তু মাঝপথেই উধাও মন্ত্রীমশাই। এদিন সকালে ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছালেও ট্রেন থেকে নামতে দেখা গেল না শিক্ষা প্রতিমন্ত্রীকে।
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ বাবা প্রভাবশালী হওয়ায় সেই প্রভাবকে কাজে লাগিয়েই দুর্নীতির মাধ্যমে চাকরিতে যোগ দিয়েছেন অঙ্কিতা। যোগ্য হওয়া সত্ত্বেও এখনও নিয়োগপত্র মেলেনি মামলাকারী ববিতার। ফলে তাঁর অভিযোগের ভিত্তিতেই এই মামলায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ অবধি পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত রাখার সুপারিশও করেন বিচারপতি।
মঙ্গলবারই রাত আটটায় সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশ অধিকারীর। কিন্তু মামলার শুনানির সময় তিনি তাঁর বিধানসভা কেন্দ্র কোচবিহারের মেখলিগঞ্জে থাকায় কোনও মতেই সম্ভব ছিল না ওই সময়ের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়া। কিন্তু গতকাল সন্ধ্যে নাগাদই কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দেন তিনি। রাতে পদাতিক এক্সপ্রেসে করেন কলকাতা আসছিলেন ওই মন্ত্রী। কিন্তু আজ সকালে শিয়ালদহ স্টেশনে নামতে দেখা গেল না তাঁকে। মাঝরাস্তাতেই উধাও হয়ে গেলেন মন্ত্রীমশাই।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বর্ধমান স্টেশনেই নেমে পড়েছেন পরেশ অধিকারী। সেখান থেকে তিনি সড়ক পথেই কি আসবেন কলকাতা? নাকি পরিবর্তন হয়েছে তাঁর গন্তব্য? উঠছে একাধিক প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সিঙ্গেল বেঞ্চের শুনানির পরই বন্ধ হয়ে যায় আদালত, ফলে বুধবার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন পরেশ অধিকারী এমনটাই খবর সূত্র মারফত।