বাংলাহান্ট ডেস্ক : আজকে আবারও শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই তলব করল। সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে শুক্রবার সকাল ১১টায় । গতকাল তিনি কোচবিহার থেকে কলকাতা এসে পৌঁছনোর পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে জেরা করা হয় । আজ তাঁকে ফের সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতোই পরেশ নিজাম প্যালেসে সকাল সকাল পৌঁছেও যান।
হাইকোর্ট প্রথমে পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত আটটার মধ্যে হাজিরা দিতে বলেছিল। কিন্তু সেদিন তিনি মেখলিগঞ্জে থাকায় সন্ধের পরে পদাতিক এক্সপ্রেসে ওঠেন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে । এর পরে বুধবার ভোরে মেয়ে অঙ্কিতাকে সঙ্গে বর্ধমান স্টেশনে পরেশকে দেখা গিয়েছিল । তারপর থেকেই উধাও হয়ে যান পরেশকে। বৃহস্পতিবার ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কড়া নির্দেশ আসে।
এর পরে গতকাল বিকেলে শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখা যায় সাদা পায়জামা-পাঞ্জাবি, পায়ে সাদা স্নিকার্স পরে বড় একটি ট্রলি ব্যাগ নিয়ে বাগডোগরা বিমানবন্দরে ঢুকছেন। গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কলকাতা যাচ্ছি বলে বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমানে ওঠেন। শেষমেশ বৃহস্পতিবার সন্ধে সাতটা ২৬ মিনিট পরেশের কনভয় পৌঁছয় এজেসি বোস রোডের সিবিআই দফতরে।
ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, শুধু পরেশ অধিকারীর মেয়ে নয়, আরও এক প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য কারসাজি করা হয়েছে মেধা তালিকায়। তাঁর নাম মনি দাস।
সিবিআই সূত্রে বলা হচ্ছে, আদালত স্পষ্টতই সন্দেহ করছে এই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির ষড়যন্ত্রে কারা জড়িত ছিলেন, তাঁদের খুঁজে বের করাই তদন্তের উদ্দেশ্য। অর্থাৎ বলা যেতে পারে ওই অদৃশ্য হাতগুলোর সন্ধানে রয়েছে সিবিআই।