এবার বলিউডে ‘তারিণী খুড়ো’, সত‍্যজিতের বাঙালি গল্প বলিয়ে রূপে ধরা দিলেন পরেশ রাওয়াল

বাংলাহান্ট ডেস্ক: সত‍্যজিৎ রায় (Satyajit Ray) সৃষ্ট যে কিংবদন্তি চরিত্রগুলি নিয়ে বড়পর্দায় ছবি তৈরি হয়েছে তাদের মধ‍্যে অন‍্যতম তারিণীখুড়ো (Tarini Khuro)। ‘গল্প বলিয়ে’ তারিণীখুড়োকে চেনেন না বা তাঁর গল্প পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। কিন্তু তারিণীখুড়ো নিজে বাংলায় আটকে থাকেননি, তাঁর গল্পের শ্রোতাও বাংলার মধ‍্যে আটকে থাকবে এমনটা কি হতে পারে?

তাই এবার বলিউডে তারিণীখুড়োকে তৈরি হতে চলেছে ছবি। ছবির নাম ‘দ‍্য স্টোরিটেলার’ (The Storyteller)। বেনিয়াটোলার তারিণীচরণ বন্দ‍্যোপাধ‍্যায়, ছোটদের ‘তারিণীখুড়ো’। নিজের দীর্ঘ পেশাদার জীবনে জমে থাকা অভিজ্ঞতার ঝুলি তাঁর গল্প বলার রসদ। তারিণীবাবুকে গল্প লেখার অনুরোধ জানিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁর একটাই কথা, তিনি লিখতে পারেন না, শোনাতে পারেন।

Paresh Rawal
প্রায় ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে মিশে নস্টালজিয়া আর একটা মন কেমন করা সুর। তারিণী খুড়োর চরিত্রে পরেশ রাওয়াল অনবদ‍্য। ট্রেলারে শোনা যাবে রবীন্দ্রসঙ্গীতের সুরও। কিছুদিন আগে মুক্তি পাওয়া ট্রেলারটি ইতিমধ‍্যেই মন কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের।

ট্রেলার দেখেই স্পষ্ট কলকাতার একাধিক জায়গায় ঘুরে ঘুরে শুটিং হয়েছে ছবির। লেক মার্কেট, কুমোরটুলির মতো জায়গায় হয়েছে ছবির শুটিং। পরেশ রাওয়াল ছাড়াও ছবিতে দেখা যাবে রোহিত মুখোপাধ‍্যায়, আদিল হুসেন, অনিন্দিতা বসু, তন্নিষ্ঠা চট্টোপাধ‍্যায়দের। ছবির পরিচালনা করেছেন অনন্ত নারায়ণ মহাদেবন। ছবিটি ২৭ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে।

ছবিতে কাজ করার বিষয়ে পরেশ রাওয়াল বলেন, “ছোটবেলায় সত‍্যজিৎ রায়ের সিনেমা দেখতে খুব ভালবাসতাম। মুম্বইতে তিনটে থিয়েটার ছিল, সেগুলোতে রায়ের ছবি দেখতাম। ওঁর প্রায় সব ছবিই আমি দেখেছি।” কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল পরেশের। সেটা হয়নি ঠিকই, কিন্তু পরিচালকের নিজের লেখা ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন, এটাই বড় পাওনা পরেশ রাওয়ালের কাছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর