এ পি জে আবদুল কালামের চরিত্রে এবার পরেশ রাওয়াল

বাংলাহান্ট ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে বলিউডে। তা হল বায়েপিক তৈরির ট্রেন্ড। অবশ্য বিষয়টা নতুন নয়। এর আগেও বিভিন্ন মানুষের জীবন নিয়ে বানানো হয়েছিল ছবি। তবে সেটা হুজুগে পরিণত হয়েছে গত কয়েক বছরে। মহেন্দ্র সিং ধোনী, মিলখা সিং, মেরি কম বা হালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বায়োপিক, তালিকাটা বেশ বড়। এবার সেই তালিকায় যুক্ত হল আরেক স্বনামধন্য মানুষের নাম। তৈরি হতে চলেছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের বায়োপিক। জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে কালামের চরিত্রে।

Paresh Rawal Images 9

নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একজন টুইটার ব্যবহারকারীর উত্তরে আবদুল কালামের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমি বিশ্বাস করি আবদুল কালাম একজন মহান মানুষ ছিলেন। তাঁর বায়োপিকে তাঁরই চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।” বলা বাহুল্য খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন পরেশ রাওয়ালকে। পাশাপাশি ছবিটা দেখার উত্তেজনাও শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

জানা গিয়েছে, ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল ও অনিল সুনকারা। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন আগামী মাসেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। এর আগে তিনি জানিয়েছিলেন, এটি একটি আন্তর্জাতিক প্রোজেক্ট। জনপ্রিয় লেখক রাজ চেঙ্গাপ্পার লেখা ‘ওয়েপনস অফ পিস’ বইটির স্বত্ব কিনেছেন তাঁরা। শুরু হয়ে গিয়েছে প্রাথমিক কাজ। কালামের জীবন ও কীভাবে তিনি পোখরান নিউক্লিয়ার টেস্টের সময় বুদ্ধিমত্তার সঙ্গে সবকিছু সামলেছিলেন তার ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি।

প্রসঙ্গত, এর আগে ‘উরি’ ছবিতে জাতীয় উপদেষ্টা অজিত দোভালের ভূমিকায় অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। আবদুল কালামের চরিত্রে অভিনয় করতে পেরে তিনি যে খুবই উচ্ছসিত তা তাঁর টুইটেই বুঝিয়ে দিয়েছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর