বাংলাহান্ট ডেস্ক : সদ্য এক বছর পূর্ণ করেছে ‘পরিণীতা’। এই এক বছরে বরাবর ভালোই টিআরপি (TRP) দিয়েছে সিরিয়ালটি। কয়েক সপ্তাহ ধরে একটানা বেঙ্গল টপারও থেকেছে পরিণীতা। সম্প্রতি এই সাফল্য বড় করে পালন করেছে পরিণীতার টিম। আর এই বর্ষপূর্তিতেই টিআরপি (TRP) তালিকায় ঘটে গেল বড়সড় অঘটন। শীর্ষস্থান খুইয়ে বসল পরিণীতা।
টিআরপি (TRP) তালিকায় বিরাট রদবদল:
এ সপ্তাহের টিআরপি (TRP) তালিকা প্রকাশ্যে আসতেই সিরিয়ালপ্রেমীদের চক্ষু চড়কগাছ। এতদিন ধরে তালিকায় শীর্ষস্থান ধরে রাখা পরিণীতা নম্বর কমে এক ধাক্কায় ছিটকে গিয়েছে প্রথম স্থান থেকে। সোজা তৃতীয় স্থানে নেমে গিয়েছে ধারাবাহিকটি। ৬.৪ নম্বর পেয়েছে পরিণীতা। নম্বর (TRP) কমেছে জি বাংলার আরও কিছু সিরিয়ালের।

নম্বর কমল একগুচ্ছ সিরিয়ালের: প্রথম স্থানে ফিরে এসেছে ‘পরশুরাম’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। এই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে তিনটি সিরিয়াল। ‘জগদ্ধাত্রী’, ‘রাণী ভবানী’, ‘চিরসখা’ সিরিয়ালগুলির প্রাপ্ত টিআরপি ৬.২।
কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে জি এর ‘চিরদিনই তুমি যে আমার’। এই সিরিয়ালটি (TRP) পেয়েছে ৬.১। এরপরেই ছয় নম্বর ‘আমাদের দাদামণি’। এই সিরিয়ালের নম্বর সামান্য কম, ৫.৯।
আরও পড়ুন : দিল্লির ঘটনা থেকেই শিক্ষা, নিরাপত্তার চাদরে ঢাকল ইডেন, শুক্রবার থেকে ৫ দিন বন্ধ একাধিক রাস্তা
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.১)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ (৬.৬)
তৃতীয়- পরিণীতা (৬.৪)
চতুর্থ- জগদ্ধাত্রী, রাজরাজেশ্বরী রাণী ভবানী, চিরসখা (৬.২)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার, (৬.১)
ষষ্ঠ- আমাদের দাদামণি (৫.৯)
সপ্তম- ফুলকি (৫.৮)
অষ্টম- ও মোর দরদিয়া (৫.৭)
নবম- জোয়ার ভাঁটা (৫.৬)
দশম- লক্ষ্মীঝাঁপি (৫.৩)
এই সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে। বিশেষ করে জি বাংলার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। এই রদবদলে মুখভার সিরিয়ালের দর্শকদেরও।












