বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষার অবসান। আরও এক সদস্য বাড়ল বলিউড ইন্ডাস্ট্রিতে। দীপাবলির আগেই সুখবর এল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার পরিবারে। প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পরিণীতি (Parineeti Chopra)। দিল্লির এক বেসরকারি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গিয়েছে। সুখবরে খুশির হাওয়া ইন্ডাস্ট্রিতে।
দীপাবলির আগেই মা হলেন পরিণীতি (Parineeti Chopra)
আগামীকাল দীপাবলি। তার আগের দিন রবিবার হাসপাতালে ভর্তি হন পরিণীতি (Parineeti Chopra)। তারপরেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে, আজই সম্ভবত সন্তানের জন্ম দেবেন তিনি। তারপরেই এল সুখবর। জানা গিয়েছে, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি (Parineeti Chopra)। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন রাঘব।
শুভেচ্ছা বার্তায় ভাসল নেটপাড়া: সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তান এসে গিয়েছে। আমাদের হৃদয় পরিপূর্ণ। আমরা পরস্পরকে পেয়েছিলাম প্রথমে, এখন আমাদের সব আছে।’ এই পোস্টে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনন্যা পাণ্ডে, কৃতি সানন, জেনিফার উইঙ্গেট, মণীশ মালহোত্রা, আয়ুষ্মান খুরানা, হরভজন সিংয়ের মতো তারকারা।
আরও পড়ুন : ধর্মের দোহাই দিয়ে বলিউডকে বিদায়, মাত্র ২৪ বছরেই নিকাহ সেরে চমকে দিলেন জায়রা
বিয়ের দু বছরের মাথায় সুখবর: ২০২৩ এ বিয়ে করেন পরিণীতি (Parineeti Chopra) এবং রাঘব। অভিনয় জগৎ নয়, বরং রাজনৈতিক জগতেই মনের মানুষকে খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী। চলতি বছরের অগাস্ট মাসে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরিণীতি (Parineeti Chopra)। একটি কেকের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট জগৎ আসছে, আশীর্বাদ করবেন’।
আরও পড়ুন : ব্রিটিশ শাসিত বাংলায় সন্ন্যাসীদের হাতে প্রতিষ্ঠিত, ৫০০ বছরের রায়গঞ্জের ‘ঘাটকালী’ পুজো আজও আবেগ উত্তরবঙ্গের
অন্তঃসত্ত্বাকালীন সময়ে দিল্লিতে রাঘব চাড্ডার পরিবারের সঙ্গেই কাটিয়েছিলেন পরিণীতি। প্রথমে দুজনের জুটি, তাঁদের বিয়ে নিয়ে সমালোচনা হয়েছিল। কিন্তু বিয়ের পরে দুই জগতের দুজনের মধ্যে সমীকরণ নজর কেড়ে নিয়েছিল আমজনতার। এবার তাঁদের মাঝে এক ছোট প্রাণের আগমন ঘটায় খুশি অনুরাগীরা।