অমানবিক ও লজ্জাজনক, ‘নির্দোষ’ জোম‍্যাটো ডেলিভারি বয়ের হয়েই সুর চড়ালেন পরিণীতি চোপড়া

বাংলাহান্ট ডেস্ক: বেঙ্গালুরুর জোম‍্যাটো (zomato) কাণ্ডে এবার সরব হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (parineeti chopra)। ‘অভিযুক্ত’ জোম‍্যাটো ডেলিভারি বয় (delivery boy) কামরাজের সপক্ষেই সুর চড়ালেন তিনি। অবিলম্বে আসল সত‍্যিটা সামনে আনা হোক, এমনি দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন পরিণীতি।

সম্প্রতি এই বিষয়ে টুইট করে অভিনেত্রী লেখেন, ‘জোম‍্যাটো ইন্ডিয়া দয়া করে সত‍্যিটা খুঁজে বের করে সর্বসমক্ষে নিয়ে আসুন। যদি ওই ভদ্রলোক নির্দোষ হন (এবং আমি নিশ্চিত উনি নির্দোষ), আমাদের সাহায‍্য করুন ওই মহিলাকে শাস্তি দিতে। এটা অমানবিক, লজ্জাজনক ও হৃদয়বিদারক। আমি কিভাবে সাহায‍্য করতে পারি তা জানাবেন।’

parineeti chopra
বেঙ্গালুরুর এই ঘটনা এখন সোশ‍্যাল মিডিয়ায় অন‍্যতম চর্চিত বিষয়। গত মঙ্গলবার এই ঘটনা ঘটলেও তা বুধবার সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে প্রকাশ‍্যে আনেন বেঙ্গালুরুর ওই মহিলা। হিতেশা চন্দ্রানী নামে ওই মহিলা অভিযোগ করেন এক ঘন্টা দেরি করে তাঁর খাবার ডেলিভারি করে কামরাজ নামে জোম‍্যাটোর ওই ডেলিভারি বয়।

দুপুর সাড়ে তিনটে নাগাদ খাবার অর্ডার করেন চন্দ্রানী। কিন্তু তা এসে পৌঁছায় বিকেল সাড়ে চারটে নাগাদ। আগেই ডেলিভারির দেরি দেখে জোম‍্যাটোর কাছে অর্ডার বাতিল বা ফ্রি করে দেওয়ার দাবি জানান ওই মহিলা। খাবার ডেলিভারি দিতে আসলে কামরাজের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় তাঁর। তখনি হঠাৎ মেজাজ হারিয়ে চন্দ্রানীর গায়ে হাত তোলেন কামরাজ। নাক ফেটে যাওয়ারও অভিযোগ করেন চন্দ্রানী।

অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কামরাজকে। এই নিয়ে তোলপাড় শুরু হতেই মুখ খোলেন কামরাজ। তিনি পালটা অভিযোগ করেন, ওই মহিলাই তাঁকে চপ্পল দিয়ে মারেন। তিনি আত্মরক্ষা করতে চাইলে হাতাহাতিতে কোনো ভাবে চন্দ্রানীর নিজের আংটিতেই কেটে যায় নাক। ইতিমধ‍্যেই কামরাজের হয়ে সরব হয়েছে নেটিজেনদের একাংশ। টুইটারে ট্রেন্ডিং রয়েছে ‘জাস্টিস ফর কামরাজ’ ও ‘হ‍্যাশট‍্যাগ মেন টু’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর