থামানোই যাচ্ছে না মিতালি রাজের ব্যাট, ফের রেকর্ড করে বিশ্ব ক্রিকেটে চমক দিলেন মিতালি

বাংলা হান্ট ডেস্কঃ থামানোই যাচ্ছেনা মিতালি রাজ (Mithali Raj) এর ব্যাট। একের পর এক রেকর্ড করেই চলেছেন ভারতের মহিলা একদিনের দলের অধিনায়ক মিতালি রাজ। শুক্রবার ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজার রান পূর্ণ করেছিলেন মিতালি রাজ। আজ সকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনৌতে আরও একটি বিরাট রেকর্ড করলেন মিতালি রাজ।

আজ দেশের জার্সি গায়ে 213 নম্বর ম্যাচ খেলতে নেমেছিলেন মিতালি রাজ। আর এই ম্যাচেই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেন মিতালি রাজ। এর আগে মহিলা ক্রিকেটারদের মধ্যে মিতালি রাজ প্রথম ছয় হাজার রানের গন্ডি টপকে ছিলেন, আর আজ সাত হাজার রান করে নিজেকেই ছাপিয়ে গেলেন মিতালি রাজ।

https://www.instagram.com/p/CMYz4nggivP/?igshid=wy1lt8i4o3w

 

বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়ায় মিতালি রাজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টুইট করে বিসিসিআই লিখেছে, ” অনবদ্য মিতালি, ভারতের একদিনের দলের অধিনায়ক মিতালি রাজ বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 7000 রান করলেন। অসাধারণ ক্রিকেটার!”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর