বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সানি লিওনি সহ বেশ কিছু তারকাকে দেখা গিয়েছে মাস্ক পরে বিমানবন্দরে আসতে। সেই সঙ্গে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।
এবার সেই তালিকায় যোগ হল পরিণীতি চোপড়ার নাম। সম্প্রতি তাঁকেও দেখা গেল মাস্ক পরে করোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কবার্তা দিতে।
বিমানবন্দরে একটি সাদা মাস্ক পরে পোজ দিতে দেখা যায় পরিণীতিকে। টুইটারে সেই ছবিগুলি পোস্টও করেন তিনি। সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, “খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি। এটাই এখন গোটা বিশ্বের অবস্থা। সতর্ক থাকুন সবাই।”
https://twitter.com/ParineetiChopra/status/1226720752566755328?s=19
মানুষকে সতর্ক করতেই এই পোস্ট করেছেন পরিণীতি। কিন্তু তাঁর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে ট্রোলের বন্যা। অনেকেই মন্তব্য করছেন, এই পরিস্থিতিতেও পোজ দেওয়া ছাড়েননি অভিনেত্রী। আবার অনেকে তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। একের পর এক ট্রোলে ভরে উঠেছে তাঁর টুইটার হ্যান্ডেল। তবে পরিণীতি একা নন। রণবীর কাপুর, কার্তিক আরিয়ানকেও দেখা গিয়েছে মাস্ক পরে ছবি তুলতে। শুধু পরিণীতির ক্ষেত্রেই এমন ট্রোল কেন তা স্পষ্ট হয়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিণীতি চোপড়া। তাঁকে দেখা যাবে পরিচালক রিভু দাশগুপ্তার থ্রিলার ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এ। এছাড়াও ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করতে দেখা যাবে পরিণীতিকে।