খাবার দিতে দেরি করায় গুলি করে মারা হল ওয়েটারকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে রেস্তোরাঁয় গিয়ে এক ব্যক্তি স্যান্ডউইচ অর্ডার করে। এরপর খাবার আসতে দেরি হয় বেশ কিছুক্ষণ। এরপর ওই ব্যক্তি রেগে গিয়ে গুলি করে দেয় এক ওয়েটারকে।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের এক রেস্তোরাঁয়। গুটি চালানোর পর ওই ব্যক্তি পালিয়ে যায়। এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম এবং ওয়েটারের নাম প্রকাশ্যে আনা হয়নি।

গুলিটি লাগে ওই ওয়েটারের কাঁধে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসে অ্যাম্বুলেন্স কিন্তু বাঁচানো যায়নি ওই ২৮ বছর বয়সী ওয়েটারকে।

স্থানীয় সংবাদ মাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ এমন ঘটনা দুঃখজনক। মাত্র কয়েক মাস আগেই রেস্তোরাঁটি খোলা হয়েছে। খুবই শান্ত একটি রেস্তোরাঁ এটি। কোন ঝুট ঝামেলাও হতো না এখানে। ‘ বাকি প্রত্যক্ষদর্শিরা এ ঘটনা একেবারে হতবাক হয়ে গিয়েছে।

X