বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে কলকাতা পুরসভার সিদ্ধান্ত নেয় কলকাতায় পার্কিং ফি বৃদ্ধি করার। কিন্তু কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে রাজি হয়নি নবান্ন। কিন্তু তারপরেও মে মাসে কলকাতা পুরসভার পক্ষ থেকে নবান্নে ভারতের কয়েকটি শহরের পার্কিং ফির রূপরেখা পাঠানো হয়। তবে কলকাতা পুরসভাকে নবান্নর পক্ষ থেকে জানাল হল যে কলকাতায় গাড়ি পার্কিং ফি বৃদ্ধি করা যাবে না।
নবান্ন পরিষ্কার ভাষায় জানিয়ে দিল কলকাতায় পার্কিং ফি (Parking Fees) পুরানো হাড়েই প্রযোজ্য হবে। অন্যদিকে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) একটি ই টেন্ডার তৈরি করেছে পার্কিং বে পরিচালনার জন্য অধিকার বরাদ্দ করার জন্য। চলতি মাসের শেষের দিকে বিড খোলার আগে কলকাতা পুরসভা অপেক্ষা করছিল পার্কিং ফি সম্পর্কিত সিদ্ধান্তের জন্য।
বর্তমানে কলকাতায় পার্কিং ফি:
গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের জন্য ৫ টাকা পার্কিং ফি বিদ্যমান সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত। গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ৩০ টাকা এবং টু-হুইলারের জন্য ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি প্রযোজ্য হয় রাত দশটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত।
আরোও পড়ুন :
কলকাতা কর্পোরেশন এপ্রিল মাসে কলকাতায় পারকিং ফি বৃদ্ধি করে। কিন্তু KMC এর এই সিদ্ধান্তে অখুশি হয় নবান্ন। এরপর ৭ দিনের মধ্যে কলকাতা পুরসভা বর্ধিত হার ফিরিয়ে নেয়। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ৭ এপ্রিল সাংবাদিক সম্মেলন করে বলেন, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিজে নিয়েছে।
এই ব্যাপারে আলোচনা করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই সময় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পুরসভার আয় বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা পুরসভা লক্ষ্যমাত্রা নিয়েছে পার্কিং ফি থেকে ১০০ কোটি টাকা আয় বৃদ্ধির।