একদিনে সাসপেন্ড ৭৮ জন সাংসদ! গাঁধীমূর্তির সামনে ধরনা-বিক্ষোভ বিরোধীদের, উত্তপ্ত রাজনৈতিক মহল

বাংলা হান্ট ডেস্ক : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হতেই গোটা দেশজুড়ে আলোড়ন। তিন রাজ্যে নির্বাচন হারার পর তড়িঘড়ি বৈঠক ডাকে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) বিরুদ্ধে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে সেবার অনেকেই যোগ দিতে না পারায় বদলানো হয় বৈঠকের তারিখ।

আজ মঙ্গলবারই দিল্লিতে বসছে ‘ইন্ডিয়া জোট’র বৈঠক। তবে তার আগে এইদিন সকাল ১০ টায় ফের এক বৈঠকের ডাক মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। সূত্রের খবর, নজিরবিহীনভাবে সাংসদদের সাসপেনশনের ঘটনাতেই এই বৈঠকের ডাক দিয়েছেন খাড়্গে। জানিয়ে রাখি, গত সোমবার রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

যদিও এটাই প্রথম নয়, বিশৃঙ্খলার অভিযোগে এর আগে প্রায় ১৪ জনের সাংসদ পদ খারিজ করা হয়েছিল। অর্থাৎ চলতি অধিবেশনে (Parliament Winter Session) মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবার সেই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে বিরোধী দলগুলি। মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন : নোকিয়াও ফেল, মাত্র ৯৯৯ টাকায় জবরদস্ত ‘স্মার্ট’ ফোন নিয়ে হাজির মুকেশ আম্বানি

সূত্র বলছে, বিরোধীদলীয় নেতৃত্বদের বক্তব্য, এক্ষেত্রে অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করাই সবচেয়ে ভালো উপায়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এবং এই প্রস্তাব চূড়ান্ত করার জন্যই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে এই বৈঠকের পর বিরোধী সংসদীয় দলের নেতা এবং সাসপেন্ডেড সাংসদরা গান্ধী মূর্তিতে যাবেন। সেখান থেকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে যাবেন বিজয় চকে‌।

আরও পড়ুন : আনাচে কানাচে ছড়িয়ে মৃতদেহ! বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল চিন, এখনও পর্যন্ত মৃত অন্তত ১১১

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। বিশেষ করে গত বুধবার লোকসভায় হামলার পর থেকেই বিরোধীদের নিশানায় রয়েছে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানিয়ে ওয়েলে নেমে স্লোগান দেওয়ার মত ঘটনাও ঘটেছে। তারপরেই একাধিক সাংসদকে সাসপেন্ড করার মত ঘটনা সামনে এসেছে। আগামী বৃহস্পতিবারই ১৪ জনকে সাসপেন্ড করা হয় এবং সোমবার ফের ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর