বাংলাহান্ট ডেস্ক: টলিউডে অভিনেত্রী পার্নো মিত্র (parno mitra) অন্যতম জনপ্রিয় নাম। খুব বেশি ছবি না করলেও অভিনয় দক্ষতা দিয়ে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত পার্নো। ২০১৯ এই বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন তিনি।
২০২১ এর বিধানসভা নির্বাচনে (election) বিজেপির হয়ে ভোটে লড়ছেন পার্নো। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী (candidate) হয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় নিয়ম মাফিক সম্পত্তির পরিমাণ উল্লেখ করে হলফনামাও জমা দিয়েছেন পার্নো।
২০১৯-২০ অর্থবর্ষে পার্নোর মোট আয় ছিল ১৭ লক্ষ ৩২ হাজার ৯৪৮ টাকা। এই মুহূর্তে হাতে মোট নগদ রয়েছে ১৪ হাজার ৩৭৫ টাকা। তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পার্নোর। সেখানে রয়েছে ২ লক্ষ ৯১ হাজার ২৬৪ টাকা ২৬ পয়সা, ৫ হাজার ২৪৩ টাকা ২০ পয়সা ও ৪ হাজার ১৪৭ টাকা ২৬ পয়সা।
বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট রয়েছে পার্নোর। সব কটি মিলিয়ে ব্যাঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা রয়েছে অভিনেত্রী প্রার্থীর। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের ফ্ল্যাটটি ২০১৬ সালে কিনেছিলেন পার্নো। সেই সময় ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটির দাম পড়েছিল ৫০ লক্ষ টাকা। এখন তার বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা। এই ফ্ল্যাটেই থাকেন পার্নো। এছাড়া তাঁর নামে আর কোনো জমি নেই।
মাত্র ২০ গ্রাম সোনার মালকিন পার্নো। একটি সেকেন্ড হ্যান্ড ইকো স্পোর্ট ফোর্ড গাড়ি রয়েছে তাঁর যার দাম ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। ২ লক্ষ ৯ হাজার টাকার একটি জীবনবিমা রয়েছে পার্নোর। ব্যাঙ্কে তাঁর নামে কোনো ঋণ নেই বলেই জানিয়েছেন তিনি।