লাল জামদানি-শোলার মুকুটে অপরূপা, সিঁথিতে সিঁদুর নিয়ে কনের সাজে ভাইরাল পার্নো মিত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাঘ মাস পড়তেই টলিউডে (tollywood) ফের শুরু হয়ে গিয়েছে বিয়ের (marriage) মরশুম। পিঁড়িতে বসার জন‍্য এক্কেবারে তৈরি বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। সেই তালিকায় কি যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্রও (parno mitra)? অভিনেত্রীর সাম্প্রতিক ফটোশুট (photoshoot) দেখে এমনি প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

সাবেকি বাঙালি বিয়ের সাজে ধরা দিলেন পার্নো। লাল টুকটুকে জামদানি, সোনার গয়না, নাকে নথ, মাথায় শোলার মুকুট ছাড়াও কপালে আঁকা চন্দন ও সিঁথিতে সিঁদুরও পরেছেন অভিনেত্রী। পরপর ভিন্ন কয়েকটি পোজে ক‍্যামেরাবন্দি হয়েছেন পার্নো মিত্র। আর এই সব ছবি দেখেই গুঞ্জন উঠেছে নেটপাড়ায়, তবে কি চুপিসাড়ে বিয়ে সেরেই ফেললেন অভিনেত্রী?


না, এমন সম্ভাবনার প্রশ্নই নেই বলছেন পার্নো। আসলে একটি ফটোশুটের জন‍্যই এমন সাজ তাঁর। সত‍্যজিৎ রায়ের ‘দেবী’ ছবি থেকে অনুপ্রাণিত হয়েই এমন ফটোশুট বলে জানান পার্নো। তবে ভাবনার পুরো ক্রেডিটটাই তিনি দিয়েছেন ফটোগ্রাফার গৌরব গঙ্গোপাধ‍্যায়কে।

https://www.instagram.com/p/CKnvjYunh_a/?igshid=st12c4349g0i

প্রত‍্যেকটি ছবির সঙ্গে আলাদা আলাদা ক‍্যাপশন দিয়েছেন পার্নো। প্রথমে বিয়ের কনের একটি শোলাল মুকুটের ছবি পোস্ট করেছিলেন তিনি। বাংলা ও ওড়িশার শোলার কাজের বিষয়ে ক‍্যাপশনে লিখেছিলেন অভিনেত্রী। এরপরেই প‍রপর নিজের কয়েকটি ছবি শেয়ার করেন পার্নো।

https://www.instagram.com/p/CKog6kQHppK/?igshid=1qmle7glwrlqc

https://www.instagram.com/p/CKrJ3_UnaWb/?igshid=1ukarrjtza4st

এই মুহূর্তে ভ‍্যাকশনের পরিকল্পনায় ব‍্যস্ত রয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের ব‍্যস্ততার পর অনেকদিন বাদে নিজের বোনের সঙ্গে সময় কাটাতে পারবেন তিনি। তাই এই ছুটিটা তাঁর কাছে খুব বিশেষ বলে জানান পার্নো। আগামী বছরেই আরো দু দুটো কাজ রয়েছে তাঁর হাতে। পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত পার্নো।


সামনেই নির্বাচন। তবে অভিনেত্রী জানালেন, প্রচারের কাজ এখনো শুরু হয়নি। তাই ছুটি কাটানোর পরিকল্পনা ইতিমধ‍্যেই করে নিয়েছেন তিনি। ছুটি কাটিয়ে এসেই কাজে ফিরবেন পার্নো মিত্র।

সম্পর্কিত খবর

X