একের পর এক তারকা করোনার গ্রাসে, দ্বিতীয় বার ভাইরাসে আক্রান্ত হলেন পার্নো মিত্র

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে করোনার (corona) গ্রাফ উর্দ্ধমুখী। বছরের শুরুতেই মারণ ভাইরাসের কবলে পড়েছেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা ও মা শতরূপা স‍্যান‍্যাল, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ‍্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায়। তালিকায় বাড়ল আরো একটি নাম, অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পার্নো মিত্র (parno mitra)। এই নিয়ে দ্বিতীয় বার করোনা আক্রান্ত হলেন তিনি।

নতুন বছরের দ্বিতীয় দিনে করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন পার্নো। সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সকলের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই আমি। আবারো করোনা আক্রান্ত হয়েছি আমি। তবে আমার মৃদু উপসর্গ রয়েছে, নিজেকে আইসোলেট করে ফেলেছি। আমি অনুরোধ করছি গত তিন দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রাখুন, পরীক্ষা করান ও সাবধানে থাকুন। সবশেষে বলতে চাই, মাস্ক পরুন আর সতর্ক থাকুন।’

Screenshot 2022 01 02 20 52 37 995 com.instagram.android
উল্লেখ‍্য, গত বিধানসভা নির্বাচনের সময়ে প্রথম বার করোনা আক্রান্ত হয়েছিলেন পার্নো। বরানগর থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়েছিলেন তিনি। গত বছর ২২ এপ্রিল ভোট হয় পার্নোর নির্বাচনী বিধানসভা কেন্দ্রে। আর ভোট মেটার পরেই খারাপ খবর জানান পার্নো।

82254214
উল্লেখ‍্য, রবিবারই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় রাজ‍্যে আংশিক লকডাউনের ঘোষনা করেন। ৩ রা জানুয়ারি অর্থাৎ কাল থেকেই শহরে ফের বিধি নিষেধ জারি হবে। বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান। সন্ধ‍্যা সাতটার পর লোকাল ট্রেনও চলবে না। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতা‌ংশ কর্মী হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষশেষ ও বর্ষবরণের পার্টি, জমায়েতের পর থেকেই চারগুণ বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ‍্যা। এমতাবস্থায় টলিউডেও যেভাবে আক্রান্ত হচ্ছেন তারকারা তাতে চিন্তা বাড়ছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর