“এরা খবরের শিরোনামে থাকতে চাই, মানুষের হৃদয়ে নয়”- তৃণমূল দলত্যাগীদের আক্রমন পার্থ চট্টোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের যে ভাঙ্গন শুরু হয়েছে, তা থামার নাম নিচ্ছে না। শুভেন্দু থেকে বৈশাখী ডালমিয়া, রুদ্রনীল, রাজীবের মতো বড়ো বড়ো মুখও এখন গেরুয়া শিবিরে নাম লিখিয়ে নিয়েছে। যারপর রীতিমতো চাপে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল।

অবশ্য এখনও তৃণমূলের অনেক নেতার দাবি যে এই ভাঙ্গনের ফলে তাদের কোনো ক্ষতি হবে না। তাদের দাবি যে,যারা দল ছেড়ে যাচ্ছে তারা নাকি দলের খুব একটা কাজে আসতো না। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের দলত্যাগী নেতাদের আক্রমন করেছেন।

the number of unemployed has decreased a lot in Bengal - Partha Chatterjee

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা নেত্রীদের উদ্যেশে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এরা সংবাদমাধ্যমের শিরোনামে থাকতে চাই, খবরের শিরোনামে থাকতে চাই। এরা মানুষের হৃদয়ে থাকতে চাই না। কর্মের মাধ্যমে যিনি মানুষের হৃদয়ে আছেন তিনি মমতা ব্যানার্জী।

এক সভা থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, অনেক রকম লোভ দেখানো হতে পারে, আর্থিক সুযোগ সুবিধার লোভ দেখানো হতে পারে, কেউ কোনো ফাঁদে পা দেবেন না। অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই মমতা ব্যানার্জীর তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিলেন রাজীব। বিজেপিতে যোগদান করেই ডুমুরজলা সভা থেকে একের পর এক তোপ দাগেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বলেন, মমতা ব্যানার্জীর সরকার কতটা ব্যার্থ তা এটা থেকেই প্রমাণিত হয় যে এতদিনে দুয়ারে সরকার কর্মসূচি করতে হচ্ছে। বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই সরকার প্রয়োজন বলে দাবি করেন তিনি।


সম্পর্কিত খবর