SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন, কবে থেকে শুরু হবে বিচারপ্রক্রিয়া?

Published on:

Published on:

Partha Chatterjee among 21 charged in SSC recruitment scam case

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল আদালত। বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর এবার শুরু হচ্ছে বিচারপ্রক্রিয়া।

কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে?

আদালত সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B), প্রমাণ আড়াল (IPC 201), প্রতারণা (IPC 420), নথি জাল (IPC 467, 468, 471)। এই ধারাগুলির ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাবে সিবিআই এবং শীঘ্রই শুরু হবে আদালতের শুনানি।

পার্থ (Partha Chatterjee) ছাড়া আর কাদের নাম রয়েছে চার্জশিটে?

চার্জশিট অনুযায়ী, এই চার্জে নাম রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। পাশাপাশি, SSC-র উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, আধিকারিক সমরজিৎ আচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা এবং পর্ণা বসুর নামও রয়েছে। শুধু তাই নয়, নাম জড়িয়েছে নাইসা আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাস-সহ একাধিক এজেন্টেরও।

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা কোনও মামলায় এই প্রথমবার চার্জ গঠন হল। আদালতের এই পদক্ষেপে মামলার অগ্রগতি নিয়ে নতুন দিশা তৈরি হয়েছে। বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠন করেন এবং পরবর্তী সময়ে মামলার নিয়মিত শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।

Partha Chatterjee among 21 charged in SSC recruitment scam case

আরও পড়ুনঃ “আমাকে মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন”, কালো চশমা পড়ে আদালতে দাবি প্রাক্তন শিক্ষা মন্ত্রীর

একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হল। সূত্রের খবর, শুনানির দিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ অভিযুক্তরা আদালতে নিজেদের পক্ষ তুলে ধরবেন, অন্যদিকে সিবিআই প্রমাণ হাজির করবে। এখন আদালতের বিচারের দিকেই তাকিয়ে গোটা রাজ্য, কারণ এই মামলার রায় শিক্ষাজগতের পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।