‘আপনার পাশেই আছি” মঙ্গলে জুতো, বুধে প্রণাম! অনুগামীর থেকে সম্মান পেয়ে আবেগতাড়িত পার্থ

বাংলাহান্ট ডেস্ক : মঙ্গলবার ভাগ্যে জুটে ছিল জুতো। ঠিক তারপরের দিন বুধবার জুটলো প্রণাম! ব্যাঙ্কশাল আদালতে পার্থ ও তৃণমূল নেতা দেবনাথ রায়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হল আবেগঘন মুহূর্ত। মঙ্গলবার জোকা ই এস আই হাসপাতালে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। হাসপাতাল থেকে পরীক্ষার পর বেরিয়ে আসার সময় শুভ্রা ঘোরুই নামে একজন মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোঁড়েন। সেই ঘটনার খবর আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে চতুর্দিকে। জুতো ছোঁড়ার ব্যাপারে শুভ্রা দেবীকে প্রশ্ন করা হলে তার জবাব, “রাগ ছিল। পার্থ কে জুতো ছুঁড়ে এখন খালি পায়ে বাড়ি ফিরে যাচ্ছি।”

এই ঘটনার ঠিক একদিন পরেই পার্থ চট্টোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল উত্তরপাড়ার তৃণমূল নেতা দেবনাথ রায়কে। ব্যাঙ্কশাল আদালতে ইডির বিশেষ আদালতে বুধবার বিকেলে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দুই হেভি ওয়েট অভিযুক্তের আদালতে আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোরদার। বিকেল চারটে কুড়ি মিনিটে দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। এরপর আদালত থেকে লকাপে ফিরে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় উত্তরপাড়ার তৃণমূল নেতা দেবনাথ রায়কে। পার্থ চট্টোপাধ্যায়কে আশ্বাস দিয়ে তিনি বলেন, “চিন্তা করবে না দাদা। আপনার সাথে আমরা সবাই আছি। ভেঙে পড়ো না। কিছু হবে না।”

এই কথা শোনার পর আবেগতাড়িত হয়ে পড়েন তৃণমূলের একসময়ের ডাকসাইটে এই নেতা। ছলছল নয়নে লিফটে ওঠার সময় তিনি বলেন,”তোরা ভালো থাকিস।”

পার্থ চট্টোপাধ্যায়ের সাথে সাক্ষাতের পর বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ মুখে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় দেবনাথ রায় কে। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,”তৃণমূলের জন্ম লগ্ন থেকে আমরা দল করি। দিদি এই দল তৈরি করেছেন ঠিকই কিন্তু তার সাথে পার্থদা, বকশিদার অবদান অনস্বীকার্য।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর