১০ বছরের সম্পর্ক, যৌথভাবে কিনেছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি! দাবি ইডির

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় তদন্তের জাল ক্রমশই গোটানো শুরু করেছে ইডি (ED)। গত শনিবার এই মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতারের পর থেকে একের পর এক নয়া তথ্য পেশ করে চলেছে তারা আর এবার আদালতের সামনে ইডির দাবি, “দীর্ঘ ১০ বছর ধরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক রয়েছে। এমনকি যৌথভাবে সম্পত্তি ক্রয় করেছিলেন তারা।” ফলে এসএসসি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসার দরুণ বিতর্ক যেন আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে চলেছে।

ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি নগদ অর্থ, সোনা গয়না ও একাধিক বিদেশি মুদ্রা উদ্ধারের পাশাপাশি শান্তিনিকেতনে তৃণমূল কংগ্রেস মন্ত্রীর নামে একাধিক বাড়ির সন্ধান পেয়েছে ইডি। এর মধ্যে একটি বাড়ির নাম ‘অপা’ হওয়ায় সেটি আদতে পার্থ এবং অর্পিতার নামেই কেনা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় ক্রমশ অস্বস্তি বেড়ে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। একদিকে, গতকাল আদালতের তরফ থেকে পার্থ এবং অর্পিতা দুজনকেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আর অপরদিকে আবার ভুবনেশ্বর এইমসে একাধিক শারীরিক পরীক্ষা করার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, তৃণমূল নেতার অসুখ ‘গুরুতর’ নয়। ফলে এদিন সকালেই তাঁকে কলকাতায় ফেরানো হয়েছে এবং খুব দ্রুত ইডির জেরার মুখে পার্থকে পড়তে হতে চলেছে বলে খবর।

গতকাল এই মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানান, “পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মিলে যৌথভাবে একাধিক সম্পত্তি কিনেছিলেন।” এক্ষেত্রে ঘনিষ্ঠ এবং সুসম্পর্ক না থাকলে এত সম্পত্তি কেনা যায় না বলে দাবি করেন তিনি। সূত্রের খবর, ২০১২ সালে পার্থ-অর্পিতার নামে একাধিক সম্পত্তি ক্রয় করা হয়। পরবর্তীতে জেরার মাধ্যমে আরো একাধিক তথ্য বেরিয়ে আসবে বলে আদালতে জানায় ইডি।

Untitled design 21 7

অপরদিকে তৃণমূল মন্ত্রীর আইনজীবীর তরফ থেকে জানানো হয়, “পার্থবাবুর জুনিয়রের (অর্পিতা) কাছে টাকা কিংবা সম্পত্তি থাকলেই সেটা যে পার্থ চট্টোপাধ্যায়ের হতে হবে, তার কোন অর্থ নেই।” তবে শেষ পর্যন্ত গতকাল পার্থ এবং অর্পিতা দুজনকেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে আগামী সময় দুজনকে সামনাসামনি বসিয়ে জেরা করা হতে চলেছে বলে ইডি সূত্রে খবর।

ad

Sayan Das

সম্পর্কিত খবর