বাংলাহান্ট ডেস্ক : কিছু দিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বিরুদ্ধে ১৭২ পাতাল চার্জশিট পেশ করেছে ইডি (ED)। সেই চার্জশিট থেকে উঠে এসেছে একধিক চাঞ্চল্যকর তথ্য। অর্পিতার মা হতে চাওয়া থেকে শুরু করে অপা জুটির গোয়া, থাইল্যান্ড ভ্রমণ, সবই উল্লেখ রয়েছে এই চার্জশিটের মধ্যে। চার্জশিটের সঙ্গে ১৪ হাজার ৬৪০ পাতার নথিও আদালতে জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। সেই চার্জশিটেই ইডি দাবি করেছে যে, থাইল্যান্ডে একটি বাংলো কেনেন পার্থ। সেই বাংলোর আর্ধেক মালিকানা আবার অর্পিতার নামে। গোয়েন্দাদের অনুমান, থাইল্যান্ডের সম্পত্তিও অপা উটিলিটি সার্ভিসের নামেই কেনা হয়েছে।
ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, স্নেহময় দত্ত নামক এক ব্যক্তির তদন্তকারীদের জানান যে ২০১৪-১৫ সালে থাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা। এইচআর অ্যাসোসিয়েশনের নামের এক সংগঠনের পক্ষ থেকে পার্থকে আমন্ত্রণ জানানো হয়। সেখানেই যান পার্থ। তাঁর সঙ্গী ছিলেন অর্পিতা। এমনকি অপা জুটির একসঙ্গে গোয়া যাওয়ার কথাও বলা হয়েছে এই চার্জশিটে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মোট ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারী আধিকারিকরা দাবি করেন, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার সোনার হদিশ মেলে। এছাড়া পার্থ ও অর্পিতার নামে রাজ্যে মোট ৪০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়ছে। যার মোট বাজার দর ৪০.৩৩ কোটি টাকা।
অর্পিতা ও পার্থর ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে ৭.৮৯ কোটি টাকা। সব মিলিয়ে ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। উল্লেখ্য, গত ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রথম টাকা উদ্ধারের কথা জানা যায়। এর পর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তদন্ত যত এগিয়েছে ততই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এসএসসি মামলায় আর কত কী উঠে আসে সেদিকেই নজর সকলের।