দিতে হবে ফাইনাল ইয়ারের পরীক্ষা! দিন ঠিক করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল পরীক্ষার দিন ক্ষণ নির্দিষ্ট করে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha Chattopadhyay) । আজ সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে নিতে হবে সমস্ত পরীক্ষা৷ ৩১ অক্টোবরের মধ্যে করতে হবে ফল প্রকাশ।

images 2020 08 31T174417.655

করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরীক্ষা না নিয়ে কোনো ছাত্রকেই পাশ করানো যাবে না। সেই মতই ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠিয়েছিল সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ব্যাবস্থা সম্পূর্ণ করতে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, সেপ্টেম্বরে কোনো পরীক্ষা হবে না রাজ্যে। সেই মতই এবার অক্টোবরে পরীক্ষার দিনক্ষণ ঘোষনা করল রাজ্য।

রাজ্য সরকারের তরফে UGC কে লিখিত চিঠিতে জানানো হবে, সেপ্টেম্বরে করোনার কারনে রাজ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার বদলে অক্টোবরে পরীক্ষা নেবে রাজ্য।

প্রসঙ্গত, আগেরবারের মত এবার কোনো নির্দেশিকা দিয়ে পরীক্ষা পদ্ধতি নির্দিষ্ট করে দেয় নি রাজ্য। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, যে সব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ফল প্রকাশ করে দিয়েছে তারাও পরীক্ষা নেবে।

 

প্রসঙ্গত, আমাদের রাজ্যে অনলাইন পরীক্ষা ব্যাবস্থা সার্বিক ভাবে সম্ভব নয়। আমাদের শহর ও শহরতলির বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা আংশিক ভাবে সফল হলেও, প্রান্তিক বিশ্ববিদ্যালয়ে তা সম্ভব নয়।

সব ধরনের ছাত্রদের কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পন্থা ঠিক করবে বলে জানা যাচ্ছে৷ একই সাথে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য বিধিতেও

সম্পর্কিত খবর