বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি। বঙ্গ জুড়ে জাঁকিয়ে পড়ছে শীত। পিছিয়ে নেই শহর কলকাতাও। হিমশীতল আবহাওয়া মহানগরীতে। ছোট থেকে বড়, রক্ত জল করা শীতে নাজেহাল সকলে। এই আবহেই ঠান্ডা থেকে বাঁচতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য আদালতে একটি খাটের আবেদন (Bed Apply) জানালেন তাঁর আইনজীবী।
বৃহস্পতিবার জেল থেকে প্রাক্তন মন্ত্রীকে আলিপুর সিবিআই আদালতে নিয়ে আসা হয়। সেখানেই সিবিআই (CBI) এর আবেদনে আপাতত ১৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীকে আদালতে তাঁর সমস্যার কথা তুলে ধরতে বলেন। তবে কোনোক্রমে পার্থর সমস্যাটি পেশ করা যায়নি বিচারকের সামনে।
তবে এদিন প্রচন্ড শীতের কথা মাথায় রেখে জামিন অথবা জেলে একটা খাটের আবেদন করতে বলেছিলেন পার্থ তাঁর আইনজীবীকে। হাড়হিম করা শীতে মেঝেতে বিছানা পেতে ঘুমোতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে তাঁর বয়স ৭০। একটা খাটিয়া পাওয়া গেলেও এই প্রচন্ড শীত তাতে মানছে না। তাছাড়া এরম জীবনযাপনে প্রাক্তন শিক্ষামন্ত্রী অভ্যস্ত নন। এসব কথা মাথায় রেখে, পার্থর আইনজীবী আদালতে তাঁর মক্কেলের জন্য একটি খাটের আবেদন করেন।
আইনজীবীর আবেদন শুনে বিচারক জানান, তাঁর ক্ষমতা সীমাবদ্ধ। জেলের নিয়ম অনুযায়ী যদি খাট দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সেই খাটের জন্য তিঁনি সুপারিশ করতে পারেন মাত্র। এরপর পার্থ চট্টোপাধ্যায় তাঁর আইনজীবীকে বলেন, ‘আমার বয়স হয়েছে। এই শীতে তাই একটা খাটের প্রয়োজন ছিল।’ তবে প্রাক্তন মন্ত্রীকে খাট দেওয়া হবে কিনা সেও বিষয়ে এখনও কোনো সিধান্ত নেয়নি আদালত।