দিল্লির মেয়র নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম! স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পৌরনিগম

বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার কান্ড দিল্লির (Delhi) বুকে। আজ ছিল নবনির্বাচিত মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই মারাত্মক বিশৃঙ্খলা দেখা দিল পুরনিগম এলাকা জুড়ে। আজ দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচন করার জন্য একজোট হন দিল্লির নবনির্বাচিত কাউন্সিলররা।

এদিন মেয়র নির্বাচনের আগে ছিল কাউন্সিলরদের শপগ্রহণের অনুষ্ঠান নির্বাচিত কাউন্সিলরদের আগে মনোনীত এক কাউন্সিলরকে শপথগ্রহণের জন্য আহ্বান জানান অস্থায়ী স্পিকার সত্য শর্মা। সত্য শর্মাকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সক্সেনা। আম আদমি পার্টির সদস্যরা দাবি করেন মনোনীত সদস্যদের আগে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া উচিত ছিল।
নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে সমানে সমানে টক্কর দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরেই রয়ে যায় বিজেপি।

mcd 2

এদিন প্রাথমিক ভাবে মেয়র নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানায় বিজেপি। তবে পরে মত বদলায় তারা। গেরুয়া শিবির জানায়, তারা মেয়র নির্বাচনে অংশ নিতে চায়। বিগত ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম দখলে ছিল বিজেপির। এতবছর দিল্লি পুরনিগম তিন ভাগে বিভক্ত ছিল। ২০১২ সালের পর এই প্রথম ফের অভিবক্ত দিল্লি পুরনিগমের ভোট হয়। এই প্রথম পুরনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দেয় আম আদমি পার্টি। ২৫০ ওয়ার্ডের দিল্লি পুরসভায় আম আদমি পার্টি জিতেছে ১৩৪টি ওয়ার্ড। বিজেপির ঝুলিতে গিয়েছে ১০৪টি ওয়ার্ড। এদিকে লেফটেন্যান্ট গভর্নর ১০ জনকে মনোনীত করেছেন।

নির্বাচনের পর থেকেই আম আদমি পার্টি অভিযোগ জানায় বিজেপি তাদের কাউন্সিলরদের কিনে নিতে চাইছে। উল্টে গেরুয়া শিবিরের দাবি, ‘কাউন্সিলর ধরে রাখার দায়িত্ব আম আদমি পার্টির।’ এই পরিস্থিতিতেই আজ মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন দেখার জল কতদূর গড়ায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর