বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি ওদের বিশ্বাস করেছিলাম’, সিবিআই (CBI), জিজ্ঞাসাবাদের মুখে অবশেষে বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে কাদের বিশ্বাস করেছিলেন এবং সেই বিশ্বাস ভঙ্গ করে কারাই বা পিছন থেকে ছুরি মেরেছে, সেই প্রসঙ্গে অবশ্য স্পষ্ট কোন ধারণা মেলেনি। একইসঙ্গে, সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আর কি কি তথ্য ফাঁস করলেন তিনি?
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এরপর থেকেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসে চলেছে।
এক্ষেত্রে ইডি গ্রেফতারির পর জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পরবর্তীতে আদালতের বিশেষ আবেদনের ভিত্তিতে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। এর মাঝেই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী।
উল্লেখ্য, অতীতে ইডি কিংবা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে একাধিক সময় পার্থ চট্টোপাধ্যায়ের দাবি করেন যে, দুর্নীতি মামলায় তাঁর কোন যোগসূত্র নেই। এক্ষেত্রে তাঁর অজান্তেই সকল ঘটনা ঘটেছে। তবে আবার অপরদিকে তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি দুর্নীতি মামলার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। বর্তমানে তিনি সবকিছুই লুকিয়ে চলেছেন।
বলে রাখা ভালো, দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই একাধিক সময় বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কখনো তিনি বলেন, “আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে’, আবার কখনো পার্থের দাবি, “এই সকল ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।” সেই ধারা বজায় রেখেই এবার সিবিআই জেরার মাঝে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আমি ওদের বিশ্বাস করেছিলাম।” এক্ষেত্রে ওদের বলতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তি প্রসাদ সিনহার কথাই বোঝানো হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি ইতিমধ্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তি প্রসাদ সিনহাকেও গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী অফিসারদের অনুমান, এসএসসি দুর্নীতি মামলায় তিনজনেরই যোগাযোগ রয়েছে আর সেই কারণে তাদের সকলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য সামনে উঠে আসবে বলেই মত তাদের।
সিবিআই সূত্রে খবর, এদিন জিজ্ঞাসাবাদের সময় পার্থ বলেন, “দফতর থেকে যখন ফাইল আসতো, আমি সেখানে শুধুমাত্র সই করতাম। এক্ষেত্রে আমি ওদের ওপর বিশ্বাস করেছিলাম।” এক্ষেত্রে পরবর্তীতে পার্থর বয়ানের সঙ্গে শান্তি প্রসাদ এবং কল্যাণময়ের বয়ান মেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর মাঝেই গতকাল থেকেই অসুস্থতা অনুভব করতে শুরু করেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে চিকিৎসক এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষার করেন। এক্ষেত্রে অবশ্য হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই বলেই জানান চিকিৎসক। ফলে আগামী দু দিনে পার্থ চট্টোপাধ্যায় এবং বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসবে বলেই অনুমান সিবিআইয়ের।