বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বহুমাস ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার আলিপুর আদালতে পেশ করা হয় তাকে। প্রতিবারের মতো আদালত চত্বরে যেতেই পার্থকে ঘিরে ধরেন সাংবাদিকরা। একদিন আগেই কুন্তল ঘোষের চিঠি মামলায় টানা সাড়ে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এদিন সেই নিয়ে জেলবন্দি প্রশ্ন করা হয় পার্থকে।
তবে অভিষেককে জেরা করা নিয়ে সমস্ত প্রশ্নই এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। গাড়ি থেকে নেমে বিরক্তি প্রকাশ করেন পার্থ। অভিষেক প্রসঙ্গ একেবারেই এড়িয়ে গিয়ে পার্থ বলেন, ‘‘আরে আমরা ৩০০ দিনের উপরে বিনা বিচারে আছি, সেটা নিয়ে বলুন। ৩০০ দিনের উপর বিনা বিচারে আছি আমি একজন বন্দি…।’’
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির আরেক অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি মামলায় প্রায় ১০ ঘন্টা সিবিআই জেরা শেষে বেরিয়ে অভিষেক বলেছিলেন, ‘রেজাল্ট জিরো’। এদিনই সেই প্রসঙ্গও তোলা হয় পার্থর সামনে। তবে অভিষেককে নিয়ে সবকটি প্রশ্নই এড়িয়ে যান পার্থ।
গতবছর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই দল থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে দল তাকে ত্যাগ করলেও সর্বদাই তৃণমূলের প্রশংসায় পঞ্চামুখ পার্থ চট্টোপাধ্যায়। জেলে যাওয়ার পর থেকে একাধিক ইস্যুতে মন্তব্য করলেও অভিষেককে নিয়ে এর আগেও বিশেষ কিছু বলতে দেখা যায়নি তাকে।
তবে সম্প্রতি দু দু’বার অভিষেক প্রসঙ্গে মুখ খোলেন পার্থ। একবার অভিষেকের জনসংযোগ কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘‘১০০ শতাংশ সফল এই কর্মসূচি।’’ অন্যদিকে নবজোয়ার যাত্রা নিয়ে পার্থ বলেছিলেন , ‘‘আমি চাই অভিষেক সফল হোক।’’ তবে এদিন অভিষেক প্রসঙ্গ উঠতেই মুখে কুলুপ আটলেন তিনি।