তিন বছর পর অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্তি পার্থর, কখন ছাড়া পাচ্ছেন?

Published on:

Published on:

partha chatterjee(5)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বলেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা। সেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতি মামলায় এবার মুক্ত। গ্রেফতারির তিন বছর পরে জেল থেকে ছাড়া পাচ্ছেন পার্থ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআইয়ের দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া এদিনই সম্পন্ন হয়েছে। তারপরই জেল মুক্তির নির্দেশ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় | Partha Chatterjee

সূত্রের খবর, ইতিমধ্যেই বেলবন্ড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরই রিলিজ অর্ডার। সোমবার রাতে বা মঙ্গলবার সকালের মধ্যেই জেল থেকে বেরোবেন পার্থ। এদিকে গত এপ্রিল মাস থেকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে রয়েছেন পার্থ। সেখান থেকেই বাড়ির উদ্দেশে বাইরে পা রাখবেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

আদালত সূত্রে জানা গিয়েছে, পার্থর জামিনের শর্ত হিসেবে ইতিমধ্যেই হাজার টাকা জমা পড়ে গিয়েছে। জেলমুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। তবে জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না পার্থবাবু। পাশাপাশি, মুক্তি পাওয়ার পরে মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি।

আরও পড়ুন : অষ্টম পে কমিশনে কত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট

তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় মোবাইল নম্বর বদল করতে পারবেন না। আপাতত বিধায়ক হিসেবেও কাজ বা কোনও পাবলিক অফিসে দায়িত্ব নিতে পারবেন না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Partha Chatterjee

আরও পড়ুন : আইএসের সঙ্গে রয়েছে যোগাযোগ? ভারতে হামলার পরিকল্পনায় অস্ত্র চালান করতে গিয়ে গুজরাত থেকে ধৃত ৩

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই থেকে পার্থর ঠিকানা হয় জেল। যদিও ২০০ দিনেরও বেশি সময় ধরে তিনি জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির দীর্ঘ সাড়ে তিনবছর পর এবার বাড়ি ফিরবেন পার্থ।