বাংলা হান্ট ডেস্কঃ উদ্বেগ বাড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) শারীরিক অবস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর পায়ের ফোলাভাব কমলেও রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এখনও নিয়ন্ত্রণে আসেনি। বুকের এক্স-রে করা হয়েছে। করা হবে এইচআরসিটি বা হাই রেজোলিউশন কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। হবে ডপলার টেস্টও।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ! Partha Chatterjee
চেস্ট এক্স-রে রিপোর্ট আসলে ফুসফুসের অবস্থা বোঝা যাবে। হার্টবিট এর জন্য হল্টার মনিটর করা হতে পারে। ন্যাজাল ক্যানুলার মাধ্যম স্বল্প মাত্রায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ফুল অক্সিজেন সাপোর্ট এখন আর লাগছে না। প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থ। জেল হাসপাতালে চিকিৎসা চলছিল তার। তবে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় গত ২০ জানুয়ারি পার্থকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল।
হৃদযন্ত্রে জটিলতার পাশাপাশি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও বেশ কম ছিল। কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল পার্থকে। মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে পার্থর।
সূত্রের খবর, শরীরে একাধিক সমস্যা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। দিন কয়েক আগে একসময়ের সতীর্থ জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেতেই প্যানিক অ্যাটাক শুরু হয় পার্থর (Partha Chatterjee)। তারপরই অসম্ভব বুকে ব্যথা। গত সোমবার হঠাৎ অসুস্থতা বাড়লে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন: জেলেও সংযম নেই পার্থর! যা কাণ্ড ঘটিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী…
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল।অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ। আগেই পার্থর জামিনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার নিম্ন আদালত সেই নির্দেশ কার্যকর করেছে। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় এখনও মুক্তি অধরা।