বাংলা হান্ট ডেস্ক : বেতন বৈষম্যের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনের পথে হেঁটেছেন পার্শ্ব শিক্ষকরা। তবে শুধুমাত্র পার্শ্বশিক্ষক রায় নয় রাজ্যের প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকরা বেতন বৈষম্যের দাবিতে বার বার আন্দোলনের পথে হেঁটেছিলেন। তবে এ বার বেতন বৃদ্ধির দাবি নিয়ে টানা তিন দিন ধরে মহানগরীর বুকে ধর্না ও অবস্থান বিক্ষোভে বসেছেন পার্শ্ব শিক্ষকরা, একই সঙ্গে চলছে অনশন। শুক্রবার বিকেল থেকেই পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে অনশনের সিদ্ধান্ত নেওয়ার পর হাজার হাজার শিক্ষক সল্টলেকের রাজপথে দাবি আদায়ের জন্য অনশন আন্দোলন করেছেন।
এরই মধ্যে আবার আন্দোলনকারী পার্থ শিক্ষকদের কার্যত কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রের থেকে টাকা নিয়ে আসার কথা জানালেন যদিও শিক্ষামন্ত্রীর কটাক্ষের পরেও শিক্ষকদের পাশে থাকলেন রাজ্যপাল। শিক্ষক আন্দোলন সম্পর্কে প্রতিক্রিয়া দিতে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন বলে জানান, আমাদের তো রিজার্ভ ব্যাংক নেই, তাই যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেন।
অন্যদিকে শিক্ষকদের পাশে থেকে রাজ্যপাল যেভাবে শিক্ষকদের পুলিশ রাস্তায় ফেলে মারধর করেছে তা নিয়ে নিন্দা জানিয়ে, শিক্ষকদের সম্মানের সঙ্গে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয় গুরুত্ব দিতে বলেছেন, তবে রাজ্যপালের এই প্রতিক্রিয়ার পর শিক্ষামন্ত্রী রাজ্যপালকে কার্যত কেন্দ্র থেকে টাকা নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন একই সঙ্গে সেই টাকা দিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন।
উল্লেখ্য, পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন থেকেই প্রতি মাসে কয়েক হাজার করে বেতন কম পাচ্ছেন এই অভিযোগ জানিয়ে আসছেন, যেহেতু কেন্দ্রের তরফ থেকে 60 শতাংশ এবং রাজ্যের তরফ থেকে 40 শতাংশ দেওয়া হয় তা হলে বাকি টাকা কোথায় গেল? এই প্রশ্ন তুলে আসছেন শিক্ষকরা।