বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেলমুক্তি হতে পারে সোমবারই। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষ হলেই পার্থর জেল মুক্তি হবে এমনটাই জানা গিয়েছিল। সেই মতোই আজ, সোমবার পার্থর জেল মুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের গ্রুপ সি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) শর্তসাপেক্ষ জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। শর্ত ছিল, CBI-এর বিশেষ আদালত অর্থাৎ ট্রায়াল কোর্টকে দ্রুত চার্জ গঠন করে বিচার পর্ব শুরু করতে হবে এবং ১৪ নভেম্বরের মধ্যে তিনটি মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।
সোমবারেই কি জেল মুক্তি হবে পার্থর (Partha Chatterjee)?
পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবীর বক্তব্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই সোমবার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির আবেদন করা হবে। আদালত যদি রিলিজ অর্ডার জারি করে, তবে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর মুক্তির আর কোনও বাধা থাকবে না।
দুটি মামলায় ইতিমধ্যেই রিলিজ অর্ডার পৌঁছে গিয়েছে জেলে
এর আগে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় আলিপুর সিবিআই আদালত থেকেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই দুটি মামলার রিলিজ অর্ডার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। এখন গ্রুপ সি মামলার রিলিজ অর্ডারের দিকেই তাকিয়ে সবাই। যদি সোমবার আদালত সেই নির্দেশ দেয়, তবে প্রায় দেড় বছর পর জেলমুক্তি পাবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সব চোখ এখন সোমবারের দিকে। আলিপুর সিবিআই বিশেষ আদালতের রায়েই নির্ধারিত হবে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সোমবারই জেল থেকে বেরোবেন কি না। ওয়াকিবহাল মহলের মতে, আদালত রিলিজ অর্ডার জারি করলে আর কোনও আইনি বাধা থাকবে না তাঁর মুক্তিতে।












