তালিকা বিভ্রাটের জের, ফোনে তর্কাতর্কি পার্থ চট্টোপাধ্যায় প্রশান্ত কিশোরের

বাংলাহান্ট ডেস্ক : গতকালই পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। আর তার সঙ্গেই প্রকাশ্যে এসেছে দলের অন্দরের একাধিক বিশৃঙ্খলা এবং অসামঞ্জস্য। বাংলার ১০৮ টি পুরসভার মধ্যে দার্জিলিং বাদে বাকি ১০৭টির প্রার্থীদের নাম গতকাল ঘোষণা করে তৃণমূল। হাজার তিনেক প্রার্থীদের নামের তালিকাটি দেখিয়ে সাংবাদিক সম্মেলনে বলা হয় ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন করেছেন এই তালিকা। সমস্ত জেলা সভাপতিদের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে এটি’। এর কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয় এই তালিকাটি।

কিন্তু এর পর থেকেই শুরু হয় আসল গন্ডগোল। প্রার্থী তালিকায় একের পর এক গোলযোগ সামনে আসতে থাকে। তালিকায় নাম না থাকায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন নেতা কর্মীরা। এই তালিকা প্রস্তুতির দায়িত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতন নেতা নেত্রীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও খুঁটিয়ে দেখেছিলেন তালিকাটি বলেই দাবি দলের। অনুমোদন দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু এহেন ঘোরালো পরিস্থিতির জেরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করতে বাধ্য হন, ‘ তৃণমূলের সামাজিক মাধ্যকে প্রকাশিত তালিকাটি ঠিক নয়। কারণ তাতে কোনো স্বাক্ষর নেই। আসল তালিকাটি প্রকাশ করা হচ্ছে।’

কীভাবে প্রকাশিত হল এই ভুল তালিকাটি তার কোনো উত্তর নেই দলের শীর্ষ নেতাদের কাছেও। তৃণমূলের অফিসিয়াল প্রচার মাধ্যমগুলি পরিচালনার দায়িত্ব প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের। আর তাতেই এহেন ভুলে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের একাধিক বার ফোনে ঝামেলাও হয় বলেই সূত্রের খবর।

Partha Chatterjee

এরপর তড়িঘড়ি গতকাল রাতেই ‘আসল’ তালিকাটি প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। এই তালিকাটি প্রকাশের পর খানিকটা হলেও স্তিমিত হয় বিক্ষোভের আগুন। তৃণমূলের তরফে জানানো হয়েছিল একই পরিবার থেকে দুজনকে টিকিট দেওয়া হবে না। কিন্তু প্রার্থী হন মদন মিত্রের পুত্রবধূ, টিকিট পেয়েছেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহাও। এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে আবারও শুরু হয় বিতর্ক। তবে দলের তরফে জানানো হয়েছে রাজনৈতিক প্রয়োজনের কথা মাথায় রেখে এরকম ব্যতিক্রমি সিদ্ধান্ত নিতেই পারে দল।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর