গাড়ির সামনে উপচে পড়ল ভিড়! পার্থকে দেখে কেঁদেকেটে সারা অনুগামীরা, ফুঁপিয়ে কাঁদলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও

Published on:

Published on:

partha chatterjee(6)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় সাড়ে তিনবছর পর নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেয়ে এবারে মুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তৃণমূল পার্থবাবুর সাথে দূরত্ব বজায় রাখলেও তাকে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরেই ব্যানার-পোস্টার হাতে হাজির হন অনুগামীরা।

জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় | Partha Chatterjee

‘বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই’ পোস্টার হাতে হাসপাতাল চত্বরে পার্থর অনুগামীরা। গত এপ্রিল মাস থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পার্থ। সেখান থেকেই বাড়ির উদ্দেশে বাইরে পা রাখেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

এদিন হাসপাতাল চত্বরেই পার্থকে দেখে গাড়ির সামনে শুয়ে পড়লেন অনুগামীরা। অনুগামীদের দেখে আর আবেগ ধরে রাখতে পারেন নি প্রাক্তন শিক্ষামন্ত্রী। কাঁদলেন অনুগামীরা, তাদের দেখে হাউহাউ করে কেঁদে ভাসালেন পার্থও। এদিন হাসপাতাল চত্বরে রীতিমতো অনুগামীদের ভিড় উপচে পড়ে। জোরসে স্লোগান ওঠে, ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’, ‘জয় বাংলা’।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআইয়ের দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া গতকালই সম্পন্ন হয়েছে। তারপরই জেল মুক্তির আর্জি জানান তাঁর আইনজীবী। আদালতের সম্মতিতে রিলিজ অর্ডার পাঠায় প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে। তারপরই এদিন হাসপাতাল থেকে সরাসরি বাড়ির পথে পার্থ চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল।

partha chatterjee(5)

আরও পড়ুন: ‘ভুল’ স্বীকার করে নিল SSC, চাকরিপ্রার্থীদের জন্য নেওয়া হল বড় সিদ্ধান্ত, জারি বিজ্ঞপ্তি

সেবছরই জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও। নিয়োগ দুর্নীতিতে মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ একে একে অনেকেই জামিন পেয়েছেন। এবারে জেলমুক্ত পার্থও।