চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে পার্থ! লালগোলা আত্মহত্যা কাণ্ডে CBI তদন্তের নির্দেশ বিচারপতির মান্থার

বাংলা হান্ট ডেস্ক : সরকারি চাকরি হবে। তাই টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু টাকা দিয়েও হয়নি গ্রুপ ডি পদের চাকরি (Group D Recruitment)। আর উপায় না দেখে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন লালগোলার বাসিন্দা আবদুল রহমান নামে এক ব্যক্তি। তাঁর মৃত্যুর পর উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেখানে কোনও এক পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে টাকা নেওয়ার কথা উল্লেখ করা ছিল।

এই ঘটনায় লালগোলা থানা মৃতের বিরুদ্ধেই চার্জশিট পেশ করে। এর চার্জশিটের বিরুদ্ধে আদালতে সিবিআই তদন্তের দাবি ওঠে। অবশেষে সেই দাবি মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চেয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)।

ঘটনাটি ঘটে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এসএসসি গ্রুপ-ডি পদে চাকরির (Group D Recruitment) জন্য মোট ছয় লাখ টাকা ঘুষ দিয়েছিলেন আবদুর রহমান। কিন্তু, ঘুষের টাকা দিয়েও চাকরি হয়নি তাঁর। ক্রমে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে বছর ২৫-এর এই যুবক আত্মঘাতী হন। তাঁর ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। যেখানে কোনও এক পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে এই ঘুষের টাকা তোলার কথা লিখে যান লালগোলার (Lalgola) আত্মঘাতী যুবক।

hc cbi

সুইসাইড নোটটি উদ্ধার হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে লালগোলা থানার পুলিস। প্রথমে তদন্তে নেমে অভিযুক্ত দিবাকর কনুইকে গ্রেফতার করা হয়। জানা যায়, কান্দির বাসিন্দা দিবাকর কলকাতা (Kolkata) থেকে মিডলম্যান ভূমিকা পালন করছিল এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জন্য তদন্ত শুরু হয়। কিন্তু, পরে দেখা যায়, লালগোলা থানার পুলিস মৃত আবদুর রহমানকেই অভিযুক্ত হিসেবে দেখিয়ে একটি চার্জশিট পেশ করে দিয়েছে।

এরপরই সিবিআই তদন্ত চেয়ে মামলার আবেদন জানানো হয়। অভিযোগ তোলা হয় পুলিসি উদাসীনতারও। এই মামলারই শুনানি হল আজ সোমবার। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলাটি উঠলে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ‘মৃতের চিঠিতে পার্থ চট্টোপাধ্যায় বলে জনৈক ব্যক্তি সহ একাধিকের বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। নির্দিষ্ট সময় চাকরির জন্য টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু লালগোলা থানার পুলিস চার্জশিটে মৃতকেউ অভিযুক্ত দেখিয়েছে। শুনানি শেষে এদিন বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ঘটনায় সিবিআই তদন্তের অনুমতি দিয়েছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর