বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দিনের পর দিন, পেরিয়ে গিয়েছে বহুমাস। বারংবার জামিনের আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। গতবছর থেকে জেলের ঘানি টেনেই দিন কাটছে তার। এরই মধ্যে মঙ্গলবার আদালতে নিজের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করলেন এক কালের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার আদালতে নিয়োগ দুর্নীতির তিন অভিযুক্ত মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) করা মামলার শুনানি ছিল। আদালতে সশরীরে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। অন্যদিকে, জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেন, পার্থবাবু ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।
সূত্রের খবর, মঙ্গলবারের শুনানিতে আদালতের কাছে নিজের শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে কাতর আর্জি জানান পার্থ। পাশাপাশি, পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী এদিন আদালতে জানান, বহুদিন থেকে নানা রোগ বাসা বেঁধেছে পার্থর শরীরে। গ্রেফতারের আগে থেকে নানাবিধ রোগে ভুগছেন তার মক্কেল।
পার্থর আইনজীবীর মন্তব্যে পাল্টা ইডি-র আইজীবী বলেন, ‘মেডিক্যালের ব্যাপারে কিছু বলার নেই। এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ফিট বলেছে।’ এরপর ফের পার্থর আইনজীবীর দাবি, এইমসের তরফে মেডিক্যাল বোর্ড তৈরি করতে বলা হয়েছিল। আইনজীবীর কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, ‘জেলের ভিতরে তেমন পরিকাঠামো আছে কি? ওর যদি তেমন অসুবিধা হয় তখন নিশ্চই দেখা হবে।’
এরপরই মুখ খোলেন পার্থ। বিচারকের কাছে কাতর আর্জি করে তিনি বলেন, ‘আমার পা ফুলে যাচ্ছে। জেলে পর্যাপ্ত পরিকাঠামো নেই। আমার শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে। এখানকার পরিস্থিতি একবার দেখে যান। এত বন্দি আছে। আমার পা ফুলে ঢোল। যদি আমি মরেই যাই তাহলে আর কিসের বিচার। যে যার মতো মিডিয়া ট্রায়াল করে যাচ্ছে। তদন্তের নামে ৮ মাস হল। আর কমাস রাখবে? ভাল থাকবেন স্যার।’ প্রসঙ্গত, গতবছর জুলাই মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলই ঠিকানা তার।