বাংলা হান্ট ডেস্ক : ভাগ্য খারাপ পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)।প্রেসিডেন্সি সংশোধনাগারের সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে পারবেন না নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু পার্থ নন, অন্য অভিযুক্ত শিক্ষাকর্তাদের উপরও জারি হল নিষেধাজ্ঞা। অবশ্য, সংশোধনাগার সূত্রে জানা যাচ্ছে, অঞ্জলি দেওয়ার অনুমতি না থাকলেও পুজোয় বিশেষ খাবার তাঁরা সকলেই পাবেন। প্রতি বছরের মতো এবারও প্রেসিডেন্সি সংশোধনাগারের গ্রন্থাগারে সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই সংশোধনাগারে রয়েছেন। জেল সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে এবার সকলেই সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার আবেদন করেছিলেন। তবে সূত্রের খবর, আদালতের নির্দেশ মতো এবং পার্থদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁদের সেই ইচ্ছে বাতিল করতে বাধ্য হয়েছে জেল কর্তৃপক্ষ।
সংশোধনাগারের বিশেষ সূত্রে খবর, সরস্বতী পুজো উপলক্ষ্যে মেনুতে থাকছে বিশেষ কিছু পদ। সেদিন সকালের মেনুতে থাকছে লুচি-বোঁদে, দুপুরে আলু-ফুলকপি-মটরশুঁটি দিয়ে খিচুড়ি এবং পাঁচমিশালি সবজির তরকারি। রাতে রুটির সঙ্গে বন্দিদের পাতে পড়বে ছোলার ডাল ও বাঁধাকপির তরকারি।
অন্য দিকে, পুজোয় নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে এক বিশেষ ‘থিম’-এর আয়োজন করেছে গিরীশ বিদ্যারত্ন লেনের সরস্বতী পুজো কমিটি। জানা যাচ্ছে, এবারের সরস্বতী পুজোয় পার্থ (Partha Chatterjee News)-অর্পিতার (Arpita Mukherjee) মূর্তির সঙ্গে দাঁড়িপাল্লায় রাখা হবে দেবী সরস্বতীর মূর্তি। অবশ্য, সরস্বতী পুজোয় পার্থ-অর্পিতার মূর্তি তৈরি করে বার্তা দেওয়ার বিষয়টিকে মোটেও ‘থিম’ বলে মানতে রাজি নন উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘এভাবেই প্রতিবাদ করতে হয়, তাই এভাবেই আমরা প্রতিবাদ করছি।’ মূল মণ্ডপের পাশেই রাখা মূর্তিটি। গিরীশ বিদ্যারত্ন লেনে আয়োজিত এই পুজোর থিম নিয়ে ইতিমধ্যেই রীতিমতো শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।