কত কোটি টাকার মালিক তিনি? পার্থকে সম্পত্তির হিসেব পেশ করার নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি দিনের পর দিন বেড়ে চলেছে। গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয় তাঁকে। তবে এরপরেও যেকোনো সময়ই যে তাঁর ডাক পড়তে পারে, সেই আশঙ্কাও রয়ে গিয়েছে। এর মাঝেই এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসেব পেশ করার নির্দেশ দিলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এখন তৃণমূল নেতা তাঁর সম্পত্তির হিসাব কবে জমা দেন, তা সময়ই বলবে। তবে ঠিক এক বছর অতীতে ফিরে গেলে পার্থর সম্পত্তির খতিয়ান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তৎকালীন সময় বিধানসভা ভোটের জন্য তৃণমূল নেতা নির্বাচন কমিশনের নিকট তাঁর সম্পত্তির হিসাব জমা করেছিলেন আর সেই পরিসংখ্যান বর্তমানে বেশ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।

বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে একটি হলফনামা জমা দেন পার্থ চট্টোপাধ্যায়, যেখানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দেখা যায় প্রায় 1 কোটি 15 লক্ষ 94 হাজার 863 টাকা। তবে আরেকটু পিছনে ফিরে গেলে 2016 সালের বিধানসভা নির্বাচনে যে হলফনামা পেশ করেন তৃণমূল নেতা, সেখানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল বেশ কিছুটা বেশি! টাকার অঙ্কে প্রায় 1 কোটি 60 লক্ষ 59 হাজার। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে, গত পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ অনেকাংশে কমেছে পার্থর। যদিও 2011 সালে তৃণমূল দল যখন বাংলায় প্রথমবারের জন্য ক্ষমতায় আসে, সেই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি ছিল এক কোটির অনেক কম।

জানা গিয়েছে, গত পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ কমার পাশাপাশি উক্ত পাঁচ বছরে বার্ষিক আয়ের পরিমাণও ক্রমশ তলানীতে গিয়ে ঠেকে পার্থর। 2019-20 অর্থবর্ষে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর আয়ের পরিমাণ ছিল 5 লক্ষ 39 হাজার 720 টাকা। পরিসংখ্যান বলছে, 2015-16 বর্ষে পার্থর বার্ষিক আয় ছিল 8 লক্ষ 37 হাজার 1 টাকা। এরপর আগামী তিন বছরে সেই পরিমাণ হয় যথাক্রমে 7 লক্ষ, 6 লক্ষ এবং 5 লক্ষের কিছু কম। তবে এহেন অর্থের পরিমাণ কম হওয়ার কারণ কী, তা অবশ্য জানা যায়নি!

partha

এছাড়াও পার্থ বাবু হলফনামায় উল্লেখ করে জানান যে, প্রায় 90 লক্ষ 94 হাজার 863 টাকা অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর, যার মধ্যে নাকতলায় নিজস্ব বাড়ি রয়েছে, যার মূল্য 25 লক্ষ টাকা।

Sayan Das

সম্পর্কিত খবর