পুনরায় ডাকতে পারে সিবিআই! আশঙ্কার মাঝেই এদিন ফের হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই অফিসার হাজিরা নিয়ে বর্তমানে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, দু ক্ষেত্রেই প্রত্যাখিত হওয়ার পর শেষ পর্যন্ত গতকাল নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে বাধ্য হন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘক্ষন ধরে চলা সেই তদন্ত শেষ করে বাড়ি ফেরেন তিনি আর এদিন সকাল হতেই ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে চলেছেন তৃণমূল নেতা।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলা নিয়ে রহস্যের জাল বর্তমানে বহুদূর বিস্তৃত হয়েছে। একের পর এক আধিকারিকের নাম জড়িয়েছে এই মামলায়। এমনকি বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী সহ প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব পার্থ চট্টোপাধ্যায়ের নামও উঠে এসেছে এই দুর্নীতিতে। এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দ্বারা তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গত মাসে সিবিআই তদন্তের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেও গতকাল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে নিজাম প্যালেসে উপস্থিত থাকার নির্দেশ দেন।

বলে রাখা ভালো, গতকালই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের প্রতি নির্দেশ দিয়ে জানায় যে, এসএসসি সংক্রান্ত সকল মামলা এবার থেকে তারাই শুনবে। সেই মতো সকল মামলা শোনার পর গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে জানান, “বর্তমানে আমাদের কাছে যে সকল তথ্য উঠে এসেছে, তা প্রমাণ করে যে এসএসসি নিয়োগে দুর্নীতি হয়েছে। ফলে এখন সিবিআই যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে কিংবা অন্য কাউকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে তারা সেটা করতে সক্ষম এবং সেক্ষেত্রে অপর পক্ষের দ্বারা পূর্ণ সহযোগিতা না মিললে গোয়েন্দা সংস্থা তাদেরকে হেফাজত নিতে পারবে।” এর পরেই তিনি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ দিয়ে বলেন, “আজ বিকেলে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে উপস্থিত থাকতে হবে।” আর বিচারপতির এই নির্দেশের পরই শুরু হয় জল্পনা।

অভিজিৎবাবুর এই রায়ের বিরুদ্ধে তৃণমূল নেতার আইনজীবী ডিভিশন বেঞ্চে গেলেও পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে বিচারপতিরা সেই মামলা শুনতে অস্বীকার করে এবং শেষ পর্যন্ত নিজাম প্যালেস যেতে বাধ্য হতে হয় পার্থকে। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে দীর্ঘক্ষন ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর পরে সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছালেও বর্তমানে খবর পাওয়া গিয়েছে যে, গতকাল পার্থর বয়ানের সঙ্গে উপদেষ্টা কমিটির বয়ান মিলিয়ে দেখছে সিবিআই আর সেখানে কোনো অসঙ্গতি ধরা পড়লে পুনরায় তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তারা।

এই জল্পনার মাঝেই এদিন পুনরায় পদ্ধতিগত ত্রুটি দূর করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নিকট দ্বারস্থ হবেন তিনি। এছাড়াও বর্তমানে SSC ভবনে সিআরপিএফ জওয়ান মোতায়েনের বিরুদ্ধেও এদিন হাইকোর্টে মামলা উঠবে। তবে বর্তমানে তৃণমূল নেতার বক্তব্য বিচারপতিরা শোনেন নাকি গতকালের মত আবারো তাঁকে প্রত্যাখ্যান করা হয়, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।

Sayan Das

সম্পর্কিত খবর