বাংলা হান্ট ডেস্ক : আরও এক নতুন নাম উঠে এল নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam)। তিনি আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বিশেষ ঘনিষ্ঠ। নতুন উঠে আসা নামটি হল পার্থ সরকার (Partha Chatterjee) ওরফে ভজা। তাঁর মাধ্যমেই দুর্নীতির কালো টাকা পৌঁছত প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই (CBI)-এর।
তদন্তকারী আধিকারিকদের দাবি, পার্থ সরকার নিজে প্রথমে টাকা সংগ্রহ করতেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দাবি, দুর্নীতির কালো টাকা প্রথমে সংগ্রহ করতেন পার্থ সরকার। পরে তা পৌঁছে দিতেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
এই বিষয়ে সংবাদ মাধ্যম পৌঁছে যায় পার্থ সরকারের কাছে। তবে ক্যামরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। জানা পার্থ সরকার। তবে ফোনে তিনি জানান কুন্তলকে নাকি তিনি চিনতেনই না। বেহালায় আগে কখনও তাঁকে দেখেননি। নিয়োগ দুর্নীতির পরই তিনি কুন্তলের নাম জানতে পারেন বলে দাবি পার্থ সরকারের। তিনি আরও বলেন, ‘যে আমার নাম বলেছে তাঁকে আমি জীবনে দেখিনি, চিনিও না। ২০০ শতাংশ দায়িত্ব নিয়ে বলছি উনি বেহালায় একদিনও আসেননি। এই কেসের পর তাঁর নাম শুনেছি।’
নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তাঁকে জেরা করে ইডি আধিকারিকরা। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে নাম রয়েছে শিক্ষাসচিব মণীশ জৈনের। শুধু মণীশ নয়, সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন পিএ সুকান্ত আচার্যেরও নাম রয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, মণীশ জৈন, ডাব্লুবিসিএস আধিকারিক সুকান্ত আচার্য এবং এক সময় পার্থর পরিষদীয় দফতরের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে চার্জশিটে। তাঁরা নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়ায় তদারকি করেছিলেন বলে ইডি দাবি করেছে।