অবশেষে রাগ ভাঙল সচিন পাইলটের, বলল দল পদ দিলে নিতে পারি তবে পদের লোভি না আমি

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের রাজনৈতিক সঙ্কট শেষ হতে চলেছে। আজ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, দলের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, বরিষ্ঠ নেতা আহমেদ প্যাটেল আর কেসি বেনুগোপাল রাও এর সাথে রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের (Sachin Pilot) বৈঠক হয়। এরপর পাইলট জানান, আমি খুশি যে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আর প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী আমার সাথে বিস্তারিত ভাবে আলোচনা করেন। এর সাথে সাথে আমি বিধায়কদের কথা ওনাদের সামনে রাখি। আমাকে আশ্বস্ত করা হয়েছে যে, তিন সদস্যের কমিটি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে।

এছাড়াও সচিন পাইলট বলেন, দল পদ দিলে পদ নিতেও পারি। আমি পদের লালসা করি না। কিন্তু আমি চাই সবার যেন মান-সন্মান থাকে। আমি সবসময় প্রচেষ্টা করেছি যে, যাঁদের পরিশ্রমে সরকার গঠন হয়েছে, তাঁদের অংশিদারিত্ব যেন সুনিশ্চিত করা হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর