পরিষেবা লাটে, এদিকে ঘনঘন জরিমানার ঘোষণা, তিতিবিরক্ত মেট্রোযাত্রীরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro) পরিষেবার দুরবস্থা নিয়ে যাত্রীদের অভিযোগের অন্ত নেই। মেট্রোর নতুন নতুন রুট সম্প্রসারণ হচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। মেট্রোর (Kolkata Metro) সময়ের কোনও ঠিক নেই, প্রায় দিনই মেট্রো বাতিল হচ্ছে। তার মধ্যে লাগাতার জরিমানার ঘোষণায় বিরক্তি চরমে উঠেছে যাত্রীদের।

মেট্রো (Kolkata Metro) পরিষেবায় ব্যাঘাত ঘটার অভিযোগ

কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার পর থেকেই ব্লু লাইনে পরিষেবায় গণ্ডগোল হওয়া শুরু হয়েছে বলে অভিযোগ অধিকাংশ যাত্রীদের। বিভিন্ন কারণে ব্যাহত হচ্ছে পরিষেবা। উপরন্তু দিনে একাধিক মেট্রোও বাতিল হয় অনেক সময়। তার মধ্যে পাঁচটি মেট্রো (Kolkata Metro) রুটে লাগাতার জরিমানার হুঁশিয়ারি দিয়ে ঘোষণা চলছে। সঙ্গে যোগ হয়েছে পরিষেবা ব্যাহত হওয়ার ঘোষণা।

Passengers are frustrated because of Kolkata Metro announcement system

চলছে জরিমানার ঘোষণা: মেট্রোর (Kolkata Metro) দরজা বন্ধ করতে বাধা দিলে হবে ৫০০ টাকা জরিমানা। স্টেশন বা প্ল্যাটফর্ম চত্বর নোংরা করলে ২৫০ টাকা জরিমানা, প্ল্যাটফর্মের হলুদ রেখা অতিক্রম করলেও ২৫০ টাকা জরিমানা হবে। নাগাড়ে এই ঘোষণা শুনে শুনে বিরক্ত হয়ে উঠছেন যাত্রীরা। তবে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন।

আরও পড়ুন : অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিতর্কিত কার্যকাল, এ বার অ্যাডজাঙ্কট প্রোফেসর হয়ে সেই কলকাতা বিশ্ববিদ্যালয়েই ফিরছেন শান্তা দত্ত

কী বক্তব্য মেট্রো কর্তৃপক্ষের: কর্তৃপক্ষের দাবি, জরিমানা আদায় উদ্দেশ্য নয়, বরং মেট্রো (Kolkata Metro) পরিচালনা মসৃণ করতেই বারবার এই ঘোষণা করা হচ্ছে। ভিড়ের সময় বহু যাত্রী ইচ্ছাকৃতভাবে দরজা ধরে রাখে বলে অভিযোগ। দরজা বন্ধ না করা গেলে মেট্রো (Kolkata Metro) ছাড়তে দেরি হচ্ছে। পাশাপাশি মেট্রোর সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। এছাড়া নর্থ-সাউথ লাইনে আত্মহত্যার ঘটনায় রাশ টানতে প্ল্যাটফর্মে হলুদ সীমারেখার মধ্যে যাত্রীদের দাঁড়ানোর অনুরোধ জানানো হচ্ছে বারবার।

আরও পড়ুন : এক বছরের জন্মদিনে এলাহি আয়োজন, ছোট্ট কৃষভির জন্য কী কী করেছিলেন কাঞ্চন-শ্রীময়ী?

মেট্রো ভবনের এক কর্তা বলেন, যাত্রী সচেতনতা বাড়াতেই এই ঘোষণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপরন্তু রেলের আইনেই জরিমানা আদায়ের কথা উল্লেখ রয়েছে। কেউ জরিমানা দিতে না পারলে জেলও হতে পারে। যদিও ওই আধিকারিক দাবি করেন, সম্প্রতি এই জেলের শাস্তির বিষয়টি তুলে দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন একাধিক শীর্ষ আধিকারিক। সবকিছু ঠিক থাকলে জেল খাটার শাস্তির বদলে অপরাধ ভিত্তিতে জরিমানার মান কয়েকগুণ বাড়বে।