বিমানে আপত্তিকর ব্যবহার করার জন্য ধৃত যাত্রী

বাংলা হান্ট ডেস্ক: তুরস্ক এয়ারলাইনস এর একটি বিমান ইস্তানবুল থেকে সুদানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সবে। মাত্র কিছুক্ষণের মধ্যেই এক যাত্রী অস্থির বোধ করতে থাকেন।ওই যাত্রী চিৎকার করে অক্সিজেন মুখোশের বাক্স টা হাত দিয়ে দুমড়ে-মুচড়ে নষ্ট করে ফেলেন এমনকি কেবিনের জানলা হাত দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন ওই ব্যক্তি।ককপিটের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন তিনি।বিমানকর্মীরা ১৫ মিনিটের চেষ্টায় তাকে কোনভাবে শান্ত করেন ওই ব্যক্তি জানান তার শ্বাসকষ্ট হচ্ছিল।
4fe4d images 3 5
ওই বিমানের এক যাত্রী বলেন বিমানের বহু যাত্রী ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করছিলেন কিন্তু ওই ব্যক্তির সহযাত্রীদের কোন কথা শুনছিলেন না। আড়াই ঘণ্টার মাথায় বিমান চালক ওই বিমান থেকে জরুরি অবতরণের ঘোষণা করেন।

বিমানকর্মীরা ওই ব্যক্তির হাতে প্লাস্টিকের হাতকড়া পরিয়ে তাকে বাগে আনার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেসব ভেঙে ফেলেন।

তিন ঘন্টার মধ্যে বিমান টিকিট স্থানগুলি ফিরিয়ে আনা হয় এবং তারপরেই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ওই ব্যক্তিকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে কিন্তু ব্যক্তির মানসিক অবস্থা নিয়ে পুলিশ সন্দেহ প্রকাশ করছে।

সম্পর্কিত খবর