পাসপোর্ট র‍্যাঙ্কিং-এ নতুন রেকর্ড গড়লো ভারত! এবার এতগুলি দেশ বিনা ভিসায় ঘুরতে পারবেন ভারতীয়রা

হেনলি পাসপোর্ট ইনডেক্সের (Passport Ranking) দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের পাসপোর্ট র‍্যাঙ্কিং। আর তা দেখেই খুশির জোয়ার ভারতীয়দের মধ্যে। ২২৭ দেশের মধ্যে ৮২ তম স্থানে রয়েছে ভারতীয় পাসপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে জানা গিয়েছে, এবার ৫৮ টি দেশ ‘ভিসা ফ্রি’ হল ভারতের জন্য।

Passport Ranking

এই রিপোর্ট (Passport Ranking) অনুসারে, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মরিশিয়াস, মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, ম্যাকাও, ম্যাডাগাস্কার, মালয়েশিয়া, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিটানিয়া, মাইক্রোনেশিয়া, মন্টেসেরাট, মোজাম্বিক, নিউ, পালাউ আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, অঙ্গোলা, বার্বেডোজ, ভূটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুটি, ডমিনিকা, ইথিওপিয়া, ফিজি, গ্রেনেডা, গিনি-বিসাউ, হাইতি, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইন্স, তাঞ্জানিয়া, টিমোর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তিউনিশিয়া, টুভালু, ভানুয়াটু, জিম্বাবোয়ে- এইসকল দেশে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই যেতে পারবেন ভারতীয় নাগরিকরা। প্রয়োজন হবে না ভিসার।

জানিয়ে রাখি, এই তালিকায় প্রথম স্থানে থাকায় সিঙ্গাপুরের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯৫টি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন। ১৯২ টি দেশে ‘ভিসা ফ্রি এন্ট্রি’ থাকছে দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন এবং জাপানের নাগরিকদের। অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন- এইদেশগুলো এই তালিকার তৃতীয় স্থানে থাকার কারণে ১৯১টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়েছেন এই দেশের নাগরিকরা।

অষ্টম স্থানে থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন। পাশাপাশি এই তালিকায় ১০০ তম স্থানে থাকায় পাক নাগরিকদের জন্য ৩৩ দেশ ভিসা ফ্রি রয়েছে। তবে এই তালিকার সবার শেষে রয়েছে আফগানিস্তান। এই দেশের নাগরিকরা মাত্র ২৬ টি দেশে বিনা ভিসায় প্রবেশ করতে পারবে।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর