বাংলাহান্ট ডেস্ক: আর মোটে হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই প্রেক্ষাগৃহে পা রাখবে ‘পাঠান’ (Pathan)। বিগত চার বছরের অপেক্ষা, কঠোর পরিশ্রমের দাম শাহরুখ খান (Shahrukh Khan) পান কিনা তা নির্ধারিত হবে আগামী ২৫ জানুয়ারি। পাঠান নিয়ে চর্চার অবশ্য অন্ত নেই। বিশেষ করে নেতিবাচক প্রচারই বেশি হচ্ছে এই ছবির। একাধিক রাজ্যে এখনো পাঠানের মুক্তি বন্ধ করার জন্য সোচ্চার বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে তার প্রভাব কিন্তু ছবির আগাম টিকিট বুকিংয়ে পড়েনি।
বেশ কিছুদিন আগেই দেশের বাইরে শুরু হয়েছিল পাঠানের আগাম টিকিট বুকিং। কয়েকদিন আগে এদেশেও খুলে দেওয়া হয়েছে অনলাইনে আগাম টিকিট বুকিংয়ের ব্যবস্থা। এটারই অপেক্ষায় ছিল শাহরুখ ভক্তরা। কার্যত ঝড় উঠেছে অ্যাডভান্স বুকিংয়ে। অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য টিকিট কেটে ফেলেছেন। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বড় মাল্টিপ্লেক্স চেইন গুলিতে ইতিমধ্যেই ১ লাখেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে।
সূত্রের খবর মানলে, শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়েই প্রায় ১৫ কোটি টাকা উঠে এসেছে এখনো পর্যন্ত। দিল্লি এনসিআর-এ ১.৭৯ কোটি টাকা, মুম্বইয়ে ১.৭৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। পিছিয়ে নেই কলকাতা, হায়দ্রাবাদও। হিন্দি এবং তেলুগু ভার্সন নিয়ে দর্শকদের মধ্যে সবথেকে বেশি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
চার বছরের দীর্ঘ প্রতীক্ষার পর শাহরুখকে বড়পর্দায় দেখবেন দর্শকরা। সে কারণেই টিকিট বুকিংয়ের এত ধুম বলে মত ফিল্ম সমালোচকদের। মনে করা হচ্ছে, শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ এর ওপেনিংও ছাপিয়ে যাবে পাঠান। প্রথম দিনেই ৪০ কোটি টাকা তুলে ফেলতে পারে এই ছবি। গত বছর আগাম বুকিংয়ে ১৯ কোটি টাকা কামিয়েছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’। ফিল্ম সমালোচকদের মতে, যে হারে টিকিট বিক্রি হচ্ছে তাতে ব্রহ্মাস্ত্রকেও হারিয়ে দিতে পারে পাঠান।
বিশ্লেষণ সঠিক হলে প্রথম সপ্তাহে দেশজুড়ে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করতে পারে পাঠান। আর বিশ্বজুড়ে ব্যবসার অঙ্কটা গিয়ে দাঁড়াতে পারে আনুমানিক ৩০০ কোটি টাকায়। শেষমেষ কামব্যাক ছবি ব্লকবাস্টার হবে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।