আবার টক্কর শাহরুখ-সলমনের! প্রকাশ‍্যে ‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’র মুক্তির তারিখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। পাঠান (pathan) ও টাইগার থ্রি (tiger 3) দুটি ছবিরই মুক্তির তারিখ প্রকাশ‍্যে। দীর্ঘদিন পর ফের একসঙ্গে পর্দা কাঁপাতে চলেছে শাহরুখ খান (shahrukh khan) ও সলমন খান (salman khan)। কাজেই দুটি।ছবি নিয়েই উত্তেজনা তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের মধ‍্যে। অবশেষে প্রকাশ‍্যে এল দুটি ছবিরই মুক্তির তারিখ।

আগামী স্বাধীনতা দিবসেই মুক্তি পাবে শাহরুখের কামব‍্যাক ছবি ‘পাঠান’। ২০২২ এর ১৫ অগাস্টে হল রিলিজ হতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবির। তার মাস চারেক পরেই বড়দিনে মুক্তি পাবে ভাইজানের ‘টাইগার থ্রি’। হ‍্যাঁ, ইদে ছবি রিলিজ করার চিরাচরিত প্রথা ভেঙে এবার বড়দিনে ছবি রিলিজ করতে চলেছেন সলমন।


সলমন ও শাহরুখের ছবির মুক্তির তারিখের মধ‍্যে এই ব‍্যবধান সচেতন ভাবেই রাখা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে বেশ কয়েক বছর পর অভ‍্যন্তরীণ দ্বন্দ্ব মিটেছে কিং খান ও ভাইজানের। দুই ছবির মধ‍্যে রেষারেষিতে সেই বিবাদ নতুন করে উসকে দেওয়ার ইচ্ছা কারোরই নেই। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এর আগেই জানা গিয়েছিল একে অপরের ছবিতে ক‍্যামিও চরিত্রে অভিনয়ও করবেন সলমন শাহরুখ। পাঠান ছবিতে কিছু সময়ের জন‍্য মুখ দেখাবেন ভাইজান, আবার তাঁর টাইগার থ্রিতেও ক‍্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। এছাড়া পাঠানে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। ভিলেনের চরিত্রে রয়েছেন জন ইব্রাহাম। অপরদিকে টাইগার থ্রিতে ফিরবে সেই পুরনো সলমন ক‍্যাটরিনা জুটি।


সদ‍্য মহারাষ্ট্রে সিনেমা হল খোলার অনুমতি মিলেছে উদ্ধব ঠাকরে সরকারের থেকে। তারপরে একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষনা করা হচ্ছে। চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে সূর্যবংশী। তার কয়েক মাস পর বড়দিনে মুক্তি পাবে ৮৩। স্বাধীনতা দিবসের সপ্তাহে একই দিনে মুক্তির পথে দু দুটি ছবি আদিপুরুষ এবং রক্ষা বন্ধন। শাহরুখের সাঠানের সঙ্গে প্রভাস ও অক্ষয় কুমারের যে ভাল মতোই টক্কর হবে তার আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই।

X