মসজিদ থেকে গ্রেফতার লুকিয়ে থাকা ১০ জন বিদেশী ইসলামিক উপদেশক! সকলেই অসুস্থ

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের রাজধানী পাটনায় কির্গিস্তানের (Kyrgyzstan) ১০ আর ভারতের দুই নাগরিককে করোনায় (Corona) সংক্রমিত হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নমুনার পরীক্ষার জন্য এইমসে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাটনার দীঘা থানা এলাকার কুর্জী মোহল্লার একটি মসজিদ থেকে পুলিশ ১০ জন বিদেশী ধার্মিক উপদেশককে গ্রেফতার করেছে। এছাড়াও অন্য দুজন ভারতীয়কে গ্রেফতার করেছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাঁদের এইমসে পাঠানো হয়েছে।

স্থানীয় থানার ইনচার্জ মনোজ কুমার বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে কির্গিস্তানের ১০ জন ধার্মিক উপদেশক আর উত্তর প্রদেশের দুজন আছে। উনি বলেন, ওদের পরীক্ষার জন্য পাটনার এইমসে পাঠানো হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, পাটনার কুর্জির গেট নম্বর ৭৪ এর পাশের একটি মসজিদে বিদেশী নাগরিকদের লুকিয়ে রাখা হয়েছিল। এলাকাবাসী যখন এই খবর পায়, তখন তাঁরা হাঙ্গামা শুরু করে দেয়। হাঙ্গামার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর বিদেশী নাগরিকদের গ্রেফতার করে।


Koushik Dutta

সম্পর্কিত খবর