বাংলা হান্ট ডেস্ক : এখনও স্কুলের গণ্ডি পার করেননি পটলকুমার গানওয়ালা (Patol Dey) খ্যাত হিয়া দে (Hiya Dey)। সিরিয়াল (Bengali Serial) শেষ হলেও সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে এখনও চর্চায় রয়েছেন তিনি। হামেশাই ভাইরাল হয় তার নাচের ভিডিও। আর তারমধ্যেই হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করলেন হিয়া। জানা গেল, জটিল অস্ত্রপচার হয়েছে তার।
অভিনেত্রীর এই ছবি দেখে বেজায় উদ্বিগ্ন তার ভক্তরা। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি তিনি? খুদে অভিনেত্রীর হয়েছেটাই বা কী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মিডিয়া পৌঁছেছিল হিয়ার কাছে। জানা গেল, এই মুহূর্তে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি হিয়া।
হিয়ার মা এই বিষয়ে বলেন, ‘ওর পেটে ১৫ সেন্টিমিটারের একটা টিউমার হয়েছিল, সঙ্গে সিস্ট। সেটাই অপারেশন করে বার করা হয়েছে। কোনওরকম উপসর্গই ছিল না, গত শনিবার মেয়ের পেটটা একটু ফোলা লাগে। সঙ্গে সঙ্গে আমরা আমরিতে (মুকুন্দপুর) নিয়ে আসি। সেখানেই জানা যায়, ইউরেথ্রার উপরে, ইউটেরাসের পিছন দিকে এত বড় টিউমার রয়েছে। ওর বৃহস্পতিবার ওর অপারেশন হয়েছে।’
আরও পড়ুন : সাক্ষাৎ মা দুর্গা! দেবচন্দ্রিমার নতুন ফটোশুট দেখে চোখ সরাতে পারছেনা নেটিজনরা
অপারেশনের পর এখন কেমন আছেন হিয়া? এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে শ্রাবণী দেবী জানান, ‘আসলে বয়স আন্দাজে ওর টিউমারটা অনেক বড় ছিল, একটু ভয়ই পেয়েছিলাম। তবে এখন ও একদম সুস্থ রয়েছে।’ উল্লেখ্য, হিয়ার এখন বয়স ১৫ বছর। তিনি এখন অষ্টম শ্রেণীর ছাত্রী। এইটুকু বয়সেই সকলের মন জিতে নিয়েছেন স্টার জলসার হিয়া।
আরও পড়ুন : শাহরুখের ‘ওপেন চ্যালেঞ্জ’, সুযোগ বুঝে বাদশাকে ঠুকে দিলেন সমীর ওয়াংখেড়ে
প্রসঙ্গত উল্লেখ্য, ‘পটলকুমার গানওয়ালা’ সিরিয়ালে তার দক্ষ অভিনয়, সারল্য ও মিষ্টতার ফ্যান হয়ে গেছিল সকলে। দর্শকমহলে এই সিরিয়াল এতটাই জনপ্রিয় হয়েছিল যে, পরে তার হিন্দি রিমেক অবধি তৈরি করা হয়। তাকে শেষবার দেখা গেছিল স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে। তবে আপাতত তিনি পড়াশোনা নিয়েই ব্যস্ত। হিয়া জানিয়েছেন, ভালো প্রোজেক্ট না পাওয়া অবধি ছোটপর্দায় ফিরবেননা তিনি।