প্রেমের টানে প্যারিস থেকে পান্ডুয়ায়, ফরাসি মেয়েকে বাড়ির বউ বানাল বাঙালি পরিবার

বাংলাহান্ট ডেস্ক : গানে গানে বলাই যায়, “সব করো প্রেম করো না,প্রেম যে কাঁঠালের আঠা ..আর লাগলে পরে ছাড়ে না”… সত্যিই মনের মানুষের টান কাটানো বড়ই দুষ্কর। প্রেমের টানে কত মানুষ দেশ ছেড়েছেন। মনের মানুষকে সাথে নিয়ে ঘর বাঁধার আশায় মুছে গিয়েছে দেশের সীমানা। এবার তেমনই এক নজির গড়ে তুললেন প্যারিসের এক কন্যা। ভালবাসার মানুষটির সাথে এক ছাদের নিচে থাকবেন বলেই সুদূর প্যারিস ছেড়ে বাংলার পাণ্ডুয়ার বুকে পা রাখলেন এক ফরাসি কন্যা।

জানা গিয়েছে, পাণ্ডুয়ার সেই যুবকের নাম কুন্তল ভট্টাচার্য। অন্যদিকে হবুবধূ প্যাট্রিসিয়া ব্যারোটার প্যারিসের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার দৌলতে কুন্তল আর প্যাট্রিসিয়ার বন্ধুত্বের সূত্রপাত। চার মাসের মধ্যেই তাদের বন্ধুত্ব গড়ায় প্রেমপর্বে। কুন্তল আগে কর্মসূত্রে দিল্লিতে থাকলেও লকডাউনের সময় চলে আসেন পাণ্ডুয়ায়। বর্তমানে নিজস্ব ব্যবসা রয়েছে তাঁর।

এদিকে, প্রেমিকা ফরাসি হওয়ায় ভাষা নিয়ে বিস্তর সমস্যায় পড়তে হচ্ছে যুগলকে। যদিও, বাংলার যুবকের কথায়, তীব্র মনের মিল থাকার জন্য দুজনে দুজনের মনের ভাষা ঠিকই বুঝে নিচ্ছি। আর রইল বাকী বাড়ির লোকের কথা! তারা অবশ্য বাক্যালাপের জন্য গুগল ট্রান্সলেটরের সাহায্য নিচ্ছেন। তবে, সব মিলিয়েই নতুন বৌকে এক্কেবারে ঘরের মেয়ে করে নিয়েছে প্রেমিকের পরিবার।

কুন্তলের কথায়, ‘ হঠাৎই দিন দশেক আগে একদিন প্যারিস থেকে নিউ দিল্লি এসে ফোন করে সারপ্রাইজ দেয় প্যাট্রিসিয়া। বলে আমি এসে গেছি। আমি তখন তাঁকে আরেকটা ফ্লাইট ধরে কলকাতায় চলে আসার কথা বলি’। এরপর পাণ্ডুয়া থেকে ট্রেনে করে হাওড়া এবং তারপর বাসে চেপে দমদম বিমানবন্দরে পৌঁছে যান কুন্তল। বিদেশিনী বান্ধবীকে নিয়ে আসেন নিজের বাড়িতে। আর ব্যস, তাতেই কেল্লাফতে! এখন শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা…

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর