নেতাজির অস্থিভস্ম লালকেল্লায় ফিরিয়ে আনা হোক, দাবি সুপারস্টার পবন কল্যাণের

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির তথা গোটা দেশের গর্ব ও আবেগের নাম নেতাজি সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose)। দেশ নায়কের অন্তর্ধান রহস্য এখনো পর্যন্ত দেশবাসীর চোখের আড়ালেই রয়ে গিয়েছে। এবার নেতাজির অস্থিভস্ম জাপানের রেনকোজি মন্দি র থেকে দেশে ফিরিয়ে আনার দাবি তুললেন তেলুগু অভিনেতা তথা রাজনীতিক পবন কল্যাণ (Pawan Kalyan)।

এম ভি আর শাস্ত্রীর লেখা ‘নেতাজি’ বইটি সম্পর্কে আলোচনার জন্য সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পবন কল্যাণের শিক্ষামূলক সংস্থার তরফে। সেখানেই তিনি বলেন, এবার দেশের উচিত দেশ নায়ককে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া। নেতাজির অস্থিভস্ম দেশে ফিরিয়ে আনার জন্য এবার সুর চড়ানো উচিত, দাবি করেন পবন। সকলকে তিনি অনুরোধ করেন, মোবাইল ফোনগুলিকে কাজে লাগিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলতে।

First Attempt Pawan Kalyan dual role fdfd

পবন কল্যাণ আর্জি জানান, টুইটারে ‘রেনকোজি ট রেডফোর্ট’ ও ‘ব্রিং ব্যাক নেতাজি অ্যাশেস’ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে। তিনি বলেন, “সরকারের কাছে প্রশ্ন করুন, দাবি জানান মহান নায়ককে দেশে ফিরিয়ে আনতে। এটা এক্ষুণি এখানেই শুরু হওয়া উচিত।”

মহাত্মা গান্ধীর বদলে ১০০ টাকার নোটে নেতাজির ছবি দাবি করে জন সেনা প্রধান আরো বলেন, “উনিই আমাদের ‘জয় হিন্দ’ স্লোগানটা দিয়েছিলেন। আর আমরাই কিনা ওঁকে ত্যাগ করলাম! কিন্তু আমরা এটা বদলে দিতে পারি। সরকারকে বাধ্য করুন যাতে নেতাজিকে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়।’

প্রসঙ্গত, ‘পাওয়ার স্টার’ হিসাবে বিশেষ জনপ্রিয়তা রয়েছে তেলুগু অভিনেতা পবন কল্যাণের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ভীমলা নায়ক’। মুক্তির পর প্রথম দিনেই ৬৪.২৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি।


Niranjana Nag

সম্পর্কিত খবর