বাংলার গর্ব, ইন্ডিয়ান আইডলের পর লন্ডনের কনসার্টে গান গাইলেন অরুণিতা, সঙ্গী হলেন পবনদীপ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডিয়ান আইডল ১২ এর বিজেতা ও প্রথম রানার আপ হয়ে বাস্তবিকই ভাগ‍্য খুলে গিয়েছে পবনদীপ রাজন (pawandeep rajan) ও অরুণিতা কাঞ্জিলালের (arunita kanjilal)। গোটা শোটাই মাতিয়ে রেখেছিলেন দুই প্রতিযোগী। দর্শকদের দৃঢ় বিশ্বাস ছিল ফিনালেতে যাবেনই পবনদীপ অরুণিতা। তবে অরুণিতা বিজেতা না হলেও তাঁর সাফল‍্যে মন ভরে গিয়েছে অনুরাগীদের।

শো শেষ হয়ে গেলেও প্রায়ই একসঙ্গে দেখা যায় পবনদীপ অরুণিতাকে। শোয়ের বিজেতা এবং দ্বিতীয় স্থানাধিকারীর জন‍্য বলিউড যে সুযোগের পসরা সাজিয়ে নিয়ে বসে রয়েছে তা বলা বাহুল‍্য। ইতিমধ‍্যেই হিমেশ রেশমিয়ার জন‍্য তিন তিনটি গান গেয়ে ফেলেছেন তাঁরা। আর এবার বলিউডের গণ্ডি ছাড়িয়ে সোজা বিদেশে উড়ে গেলেন পবনদীপ অরুণিতা।


লন্ডনের একটি কনসার্টে গান গাইলেন তাঁরা। ‘চেন্নাই এক্সপ্রেস’এর ‘মনওয়া লাগে’ গানটি একসঙ্গে গাইলেন পবনদীপ অরুণিতা। শ্রোতাদের মাঝে তখন উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে এদেশে বসেই লন্ডনের কনসার্ট উপভোগ করলেন তাঁদের ভক্তরা। গোলাপি শাড়ি, সাদা ব্লাউজে ছিমছাম সেজেছিলেন অরুণিতা। বাংলার মেয়ের এই সাফল‍্যে গর্বিত বাঙালিরাও।

https://www.instagram.com/reel/CVuZgroKOWB/?utm_medium=copy_link

শোয়ের মধ‍্যেই বিচারক হিমেশ রেশমিয়া কথা দিয়েছিলেন পবনদীপকে দিয়ে গান গাওয়াবেন তিনি। কথা রেখেছেন সুরকার গায়ক। ইতিমধ‍্যেই হিমেশ রেশমিয়ার সুরে তিনটি গান গেয়ে ফেলেছেন তাঁরা। মাস কয়েক আগেই তৃতীয় গানটি রেকর্ড করেছেন পবনদীপ অরুণিতা।

https://youtu.be/rK5igni29YM

 

হিমেশের লেখা ও সুরে ‘ও সাইয়োনি’ গানটি গেয়েছেন পবনদীপ এবং অরুণিতা। বলিউডের খ‍্যাতনামা সঙ্গীতশিল্পীর অ্যালবাম ‘হিমেশ কে দিল সে’র মধ‍্যে এই গানটি রয়েছে। গানটি রেকর্ড করার সময়কার একটি ছোট্ট ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হিমেশ। রোম‍্যান্টিকের সঙ্গে কিছুটা লোকগানের মিশেল রয়েছে গানটিতে। এর আগে ‘তেরে বগয়ের’ ও ‘তেরি উম্মিদ’ নামে দুটি গান গেয়েছিলেন তাঁরা হিমেশের সুরে।

সম্পর্কিত খবর

X