বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে স্কুল শিক্ষকদের জন্য নয়া ঘোষনা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। তাই এবার রাজ্যের স্কুল শিক্ষকদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে সমস্ত স্কুলগুলিকে চিঠি পাঠাল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। তাই এবার পে ফিক্সেশন ফর্মের মাধ্যমে শিক্ষকরা নিজেদের স্কুল পাশের নম্বর, স্কুলে যোগদানের তারিখ, উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেয়েছেন, পে-ব্র্যান্ড কত, গ্রেড পে হিসাবে সেইসব শিক্ষক কত টাকা বেতন পান এসব ভালো করে পড়ে ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।
পাশাপাশি সেই ফর্মে একবার অপশন দিলে কোনো ভাবে যাতে সেই অপশন ভুল না হয় তার জন্য ফর্ম ভালো করে পড়ে উত্তর দেওয়ার কথা জানানো হয়েছে। রোপা ২০১৯ এর সংশোধিত বেতনে কাঠামো অনুসারে শিক্ষকদের এই পে ফিক্সেশনের ফর্ম পূর্ণ করা বাধ্যতামূলক।
যেহেতু এর আগে অবধি শিক্ষক সংগঠনগুলির তরফে ফর্মে পে স্কেল পরিবর্তন ও পে প্রোটেকশন নেই, পে ফিক্সেশন নেই, ফিগমেন্ট ফ্যাক্টর নেই বলে অভিযোগ তোলা হয়েছিল। তাই এবার শিক্ষকদের দাবিকে মান্যতা নিয়ে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আসলে লোকসভা ভোটে ব্যালট বক্সেমুখ থুবড়ে পড়েছে রাজ্য শাসক শিবিরের ভোট। ব্যালট বক্সের প্রার্থীর মধ্যে বেশির ভাগেই শিক্ষক। তাই এবার একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে রাজ্য সরকার। আর তাই শিক্ষকদের দাবি দাওয়া পূরণে সর্বত ভাবে চেষ্টা করছে রাজ্য সরকার।